এ সময় নিজের ক্যারিয়ার নিয়েও কিছু কথা বলেছেন এই দক্ষিণি নায়িকা, ‘আমি ওটিটির দুনিয়ায় পা রেখেছি ‘রকেট বয়েজ’-এর হাত ধরে। আমি খুব খুশি যে এমন এক সিরিজের হাত ধরে হিন্দি ওটিটিতে আমার আত্মপ্রকাশ হয়েছে।’
ওটিটি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওটিটি আসার পর বিনোদন–দুনিয়ায় অনেক বদল এসেছে। এই বদলে আখেরে অভিনেত্রীরা বেশি লাভবান হচ্ছেন। মেয়েদের কথা ভেবে এখন গল্প লেখা হচ্ছে। নারীকেন্দ্রিক ছবি আর সিরিজ নির্মাণ করা হচ্ছে। ওটিটি মেয়েদের জন্য অনেক সুযোগ এনে দিচ্ছে।’
তামিল, তেলেগুর পর এখন হিন্দিতেও কাজ করছেন রেজিনা। ক্রমে বিটাউনেও জনপ্রিয় হয়ে উঠছেন এই দক্ষিণি নায়িকা। সব ইন্ডাস্ট্রিতেই তিনি নারী-পুরুষের মধ্যে বৈষম্য দেখেছেন।
এ প্রসঙ্গে রেজিনা বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু মানুষের আগ্রহ বেশি, তাই এই বৈষম্য সবার নজরে পড়ে। কিন্তু সব ইন্ডাস্ট্রিতেই বৈষম্য আছে। আমি বিভিন্ন চলচ্চিত্রজগতে কাজ করি। আর সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে একইভাবে বৈষম্য আছে। আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন আরও বেশি করে নজরে পড়ত।’
মাত্র ১৪ বছর বয়সে অভিনয় করা শুরু করেছিলেন রেজিনা। কিন্তু অভিনয়ে তাঁর পাকাপাকিভাবে আসা ২০১০ সালে। বলিউডে নিজের প্রভাব আরও বিস্তার করার জন্য নিজেকে আরও ঘষামাজা করছেন এই অভিনেত্রী, ‘আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি নানা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। তবে এখনো অনেক কিছু করার বাকি। এখন আমি মন দিয়ে হিন্দি ভাষাটা শিখছি। বিশেষত হিন্দি উচ্চারণে জোর দিচ্ছি। আগামী দিনে যাতে বলিউড থেকে আরও ভালো ভালো প্রস্তাব পাই।’