যৌন হয়রানির মামলায় অভিযুক্ত মালয়ালম তারকা সিদ্দিকী পালিয়ে গেছেন
বিচারপতি হেমা কমিটির প্রতিবেদনের পর মালয়ালম ছবির দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এ কমিটির রিপোর্টে যৌন হয়রানির অভিযোগ উঠেছে মালয়ালম তারকার বিরুদ্ধে। এ মামলার একজন অভিযুক্ত মালয়ালম তারকা সিদ্দিকী। হেমা কমিটির রিপোর্ট প্রকাশের পর অভিনেতা এখন পলাতক। পুলিশ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছে।
অভিনেতা সিদ্দিকীর বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন মালয়ালম অভিনেত্রী রেবতী সম্পত। এই অভিনেত্রী সিদ্দিকীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে মামলা করেছিলেন। গত মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। আর সিদ্দিকী আদালতের কাছে অগ্রিম জামিনের আবেদন করেছিলেন।
এই মালয়ালম তারকার কেরালা হাইকোর্টে পেশ হওয়ার কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার আদালতে হাজির ছিলেন না সিদ্দিকী। এবার কেরালা পুলিশ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই মালয়ালম অভিনেতা এখন পলাতক। আর তিনি তাঁর মুঠোফোন বন্ধ রেখেছেন।
এর মধ্যে আদালত সিদ্দিকীর অগ্রিম জামানতের আবেদন খারিজ করেছে। জানা গেছে, সিদ্দিকী গ্রেপ্তারি থেকে রেহাই পেতে আদালতের কাছে অগ্রিম জামিনের আবেদন করেছিলেন। আদালতে তিনি হাজির না থাকার কারণে তাঁর জামিনের আবেদন নাকচ করেছে বিচারক।
কেরালা পুলিশ এখন সিদ্দিকীকে খুঁজতে উঠেপড়ে লেগেছে। এই অভিনেতার দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ, কিন্তু তাঁর সন্ধান পায়নি। তাই পুলিশ তাঁকে পলাতক বলে ঘোষণা করেছে। এদিকে জোর খবর, গ্রেপ্তারের হাত থেকে বাঁচার জন্য সিদ্দিকী এবার সুপ্রিম কোর্টে আবেদন করবেন।
অভিনেত্রী রেবতী সম্পত গত আগস্টে ত্রিবন্দর মিউজিয়াম পুলিশ স্টেশনে সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। অভিনেত্রীর অভিযোগ, সিদ্দিকী তাঁর ওপর যৌন নির্যাতন করেছেন।
২০১৬ সালে ছবির বিষয়ে আলোচনা করার জন্য সিদ্দিকী তাঁকে মস্কট হোটেলে ডেকে পাঠিয়েছিলেন। এখানেই অভিনেত্রী যৌন নির্যাতনের শিকার হন বলে জানিয়েছেন। তবে সিদ্দিকী এই অভিযোগ অস্বীকার করেছেন।