কোনো ক্রীড়া ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয়ের প্রসঙ্গে তিনি জানান, ‘বিরাট কোহলির ওপর যদি জীবনচিত্র বানানো হয়, তাহলে নিশ্চয় আমি সেই ছবিতে বিরাটের ভূমিকায় অভিনয় করতে চাইব।’ সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির এক নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খেলার ময়দানে ‘নাটু নাটু’ গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন। তাঁর এই নাচের ভিডিওটি সবাই দারুণ পছন্দ করছেন।
এদিকে রাম চরণ ‘নাটু নাটু’ গানটিকে ঘিরে এক বড়সড় খোলাসা করেছেন। অস্কার ২০২৩-এর মঞ্চে তাঁকে আর জুনিয়র এনটি আর-কে এই গানে নাচ করতে দেখা যায়নি।
এর খোলাসা করে রাম চরণ বলেছেন যে তিনি নিজে চেয়েছিলেন ‘নাটু নাটু’ গানের তালে অস্কারের মঞ্চে নাচতে। আর তিনি তার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন।
এই দক্ষিণি সুপারস্টার জানিয়েছেন যে অস্কার কমিটি তাঁর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেননি। তবে অস্কারের আসরে ‘আরআরআর’ ছবির এই গানের ওপর পারফরম্যান্স হয়েছে তাতে তিনি খুশি বলে জানিয়েছেন।
সংগীত পরিচালক এম এম কিরাবানির ‘নাটু নাটু’ গানটির শুটিং ইউক্রেনে হয়েছে। রাম চরণ নিজের মুখে জানিয়েছেন যে এই গানের শুটিংয়ের জন্য ১২ দিন সময় লেগেছিল।
আর তিনি সাত দিন ধরে নাচের মহড়া দিয়েছিলেন। ক্রমাগত মহড়ার কারণে তাঁর হাঁটুতে অসহ্য যন্ত্রণা হতো বলে জানিয়েছেন এই তারকা। রাম চরণ জানান যে এই জয়ের পর প্রমাণিত তাঁর এবং সমগ্র দলের পরিশ্রমের ফল বিফলে যায়নি।