শাহরুখের পর এবার সালমান

পরিচালক অ্যাটলি
ছবি : সংগৃহীত

৯ বছরের ক্যারিয়ারে মোট চারটি সিনেমা করেছেন। চারটিই সুপারহিট। ২০১৩ সালে ‘রাজা রানি’ দিয়ে শুরুর পর ‘থেরি’, ‘মার্শাল’ ও ‘বিগিল’-এর মতো ব্লকবাস্টার হিট উপহার দিয়েছেন তামিল পরিচালক অ্যাটলি। নিজের ক্যারিয়ার চাঙা করতে শাহরুখ খান অ্যাটলির সঙ্গে ছবি করছেন—‘জওয়ান’। এবার এই পরিচালকের সঙ্গে ছবি করতে চান সালমান খানও।

অ্যাটলি পরিচালিত ‘বিগিল’ ছবির পোস্টার
ছবি : সংগৃহীত

সালমানের শেষ কিছু সিনেমায় ঠিক আগের সালমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। না পাচ্ছিল প্রত্যাশামতো ব্যবসায়িক সাফল্য, না পারছিল ভক্তদের মন ভরাতে। এদিকে দক্ষিণ ভারতের সিনেমার কাছে বক্স অফিসে বারবার মার খাচ্ছে হিন্দি সিনেমা। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ‘দক্ষিণি ছোঁয়ায়’ নিজের নতুন ছবি নিয়ে আসছেন সালমান।

সালমান খান
ছবি : সংগৃহীত

তাঁর আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর টিজার দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন অভিনেতা। টিজারের আবহ সংগীত, সিনেমাটোগ্রাফি প্রশংসিত হচ্ছে। টিজারে ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর যে আবহ সংগীত প্রশংসা পাচ্ছে; এ আবহ সংগীত বলিউডের কেউ করেননি। করেছেন রবি বাসরুর। তিনি বক্স অফিস কাঁপিয়ে দেওয়া কন্নড় ছবি ‘কেজিএফ’-এর সংগীত পরিচালক। সালমানের ছবির টিজারে সিনেমাটোগ্রাফিরও প্রশংসা হচ্ছে। ছবির এ কাজও করেছেন প্রখ্যাত তামিল চিত্রগ্রাহক ভি মানিকান্দন। সংগীত পরিচালক, চিত্রগ্রাহক তো বটেই ‘কিসি কা ভাই কিসি কা জান’ পুরো ছবিই তো জনপ্রিয় তামিল অ্যাকশন-কমেডি ছবি ‘বীরাম’-এর হিন্দি রিমেক।

‘কিসি কা ভাই কিসি কা জান’-এ সালমান
ছবি : সংগৃহীত

এবারও আরও এক ধাপ এগিয়ে দক্ষিণি পরিচালক অ্যাটলির সঙ্গে ছবি করতে চান সালমান খান। অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অ্যাটলির কাজ দেখে সালমান মুগ্ধ। একের পর এক ব্লকবাস্টার হিট দেওয়া এই তরুণ পরিচালকের সঙ্গে কাজ করতে চান তিনি। পর্দায় চরিত্রগুলোকে যেভাবে নায়কোচিতভাবে হাজির করেন, সেটা সালমানের খুব পছন্দ হয়েছে।

আরও পড়ুন

জানা গেছে, সালমান ও অ্যাটলি একসঙ্গে পারিবারিক বিনোদনমূলক সিনেমা করতে পারেন। তবে সেটা আগামী বছরের আগে নয়। অ্যাটলি এখন শাহরুখের ‘জওয়ান’ ও বিজয়ের সঙ্গে আরেকটি তামিল ছবি নিয়ে ব্যস্ত। সে ছবির কাজ শেষ হলে জুটি বাঁধবেন ‘ভাইজান’-এর সঙ্গে।