যে কারণে আবার একসঙ্গে ‘থ্রি ইডিয়টস’

‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমির, মাধবন ও শারমান
ছবি : সংগৃহীত

চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ কেবল ব্যবসাসফলই হয়নি, পরিণত হয়েছে ভারতের তরুণদের অন্যতম পছন্দের চলচ্চিত্রে। মুক্তির এক যুগের বেশি সময় পরও তাই ‘থ্রি ইডিয়টস’ নিয়ে কথা হয়। ছবির তিন চরিত্র রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগিও সমান জনপ্রিয়। সম্প্রতি আবারও একত্র হয়েছিলেন এই চরিত্রে অভিনয় করা তিন অভিনেতা আমির খান, আর মাধবন ও শারমান যোশি।

শারমানের ছবি সাফল্য কামনা জানিয়ে ভিডিওতে হাজির হন আমির ও মাধবন
ছবি : ভিডিও থেকে নেওয়া

‘থ্রি ইডিয়টস’-এর সাফল্য কাজে লাগিয়ে যেভাবে ক্যারিয়ারকে পরের ধাপে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা পারেননি শারমান যোশি। অভিনয় তিনি করে যাচ্ছেন বটে, কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর কাজ নিয়ে সেভাবে আলোচনা হয়নি।

অভিনয়ের সঙ্গে সঙ্গে শারমান যোশি যুক্ত হয়েছেন প্রযোজনাতেও। তাঁর অভিনীত ও প্রযোজিত গুজরাটি সিনেমা ‘কনগ্রাচুলেশনস’ মুক্তি পেয়েছে আজ শুক্রাবার। রেহান চৌধুরী পরিচালিত সিনেমাটিতে আদিত্য চরিত্রে অভিনয় করেছেন শারমান। এই ছবির প্রচারেই ‘থ্রি ইডিয়টস’ সহকর্মীদের যুক্ত করেছিলেন অভিনেতা।

আরও পড়ুন

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন শারমান, যেখানে তিনি কথা বলছিলেন নিজের নতুন ছবি নিয়ে, মাঝপথে তাঁকে থামিয়ে ভিডিওতে হাজির হন মাধবন। একটু পরে যোগ দেন আমির খানও। এরপর তিনজন মেতে ওঠেন খুনসুটিতে, যা দেখে মজা পেয়েছেন তিন তারকার অনুসারীরা।

‘থ্রি ইডিয়টস’–এর একটি দৃশ্য

অনেকেই মন্তব্য করেছেন, তাঁরা ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল দেখতে চান। বলেছেন, রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগি এখন কেমন আছেন, জানতে তর সাইছে না তাঁদের।

আরও পড়ুন