ঢাকাই জামদানিতে সেজেছিলেন এই বলিউড অভিনেত্রী
পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা ‘আমার বস’–এ অভিনয় করেছেন রাখী গুলজার। সিনেমায় নানা ধরনের শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে। তাঁতের শাড়ি, কখনো আবার হাতে বোনা সিল্কের শাড়ি, কখনো–বা কাফতান পরেছেন তিনি। সিনেমায় কাজ করেছেন পোশাকশিল্পী অভিষেক রায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডটকমকে রাখীর শাড়ি–প্রীতি সম্পর্কে জানিয়েছেন অভিষেক।
নিজের সাজ নিয়ে বরাবরই সচেতন রাখী। তাই তিনি কেমনভাবে সাজতে চাইছেন, তা বুঝে নিতে রাখীর মুম্বাইয়ের বাড়িতে শাড়ির সম্ভার নিয়ে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে অভিনেত্রী বেছে নিয়েছিলেন কোনটা পরবেন, কোনটা পরবেন না। সাজ নিয়ে নিজের মতামতও জানিয়েছিলেন রাখী।
অভিষেকের কথায়, ‘নিজস্ব সম্ভার থেকে বেশ কিছু শাড়ি–ব্লাউজ দেখিয়েছিলেন। সেগুলো ব্যবহার করা যায় কি না, তা ভেবে দেখতে বলেছিলেন। কেমন কাফতান পরা যেতে পারে, তা নিয়েও মতামত জানিয়েছিলেন। পর্দায় তাঁকে কেমন দেখাবে, সে বিষয়ে খুবই সচেতন। তাই এমন মানুষের সঙ্গে কাজ করা তো অবশ্যই বড় অভিজ্ঞতা।’
ছবিতে ভিন্ন ধরনের বোনা শাড়ি পরেছেন রাখী। অভিষেক বলেছেন, ‘ছবিতে বাংলার তাঁত পরেছেন। আবার মধুবনি শাড়ি পরেছেন। তবে সবচেয়ে বেশি পরেছেন ইক্কত ও জামদানি শাড়ি। কোন শাড়ির সঙ্গে কী ব্লাউজ পরবেন, তা নিয়েও তিনি সচেতন। নিজের বেশ কিছু শাড়ি দিয়েছিলেন। তবে বলে দিয়েছিলেন, এই শাড়িগুলো শুটিংয়ে একবার ব্যবহার হয়ে গেলে পরে আর পরবেন না।’
‘আমার বস’ ছবিতে স্বামীহারা এক নারীর চরিত্রে অভিনয় করেছেন রাখী। কিন্তু তাঁকে সাদা রঙের শাড়ি সবচেয়ে কম পরানো হয়েছে, জানান অভিষেক। পোশাকশিল্পীর কথায়, ‘মায়ের চরিত্র তাঁর। কিন্তু চরিত্রটি খুবই শক্তিশালী, যাঁর নিজের সাজ নিয়েও বিশেষ রুচি রয়েছে। তাই বলে সাদা রঙের শাড়ি পরানো হয়েছে, এমন নয়। নানা রকমের প্যাস্টেল রঙের শাড়ি পরেছেন তিনি।’
শাড়ি নিয়ে প্রথম থেকেই একটি শর্ত রাখেন রাখী। ‘ফলস’ পাড় ছাড়া কোনো শাড়িই তিনি পরবেন না। অভিষেক বলেছেন, ‘বহু শাড়ি রয়েছে, যা ফলস পাড় ছাড়া পরা যায়। কিন্তু তিনি ফলস পাড় ছাড়া কোনো শাড়ি পরবেন না। আসলে রাখীদি যে ফ্যাশন অনুসরণ করেন, তেমন নয়। তাঁর নিজের ব্যক্তিত্বই যথেষ্ট শক্তিশালী।’