মারপিট পছন্দ এই নায়িকার
সিনেমা দিয়ে সুপারস্টার হওয়া যায়। সেই সিনেমার নায়িকা হয়ে জনপ্রিয়তা পাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বয়স কম, বলা যায় কিশোরী। তাই শুরু করেন গান, মডেলিং। এভাবে চলতে থাকে চার বছর। পরে ২০১৩ সালে তিনি নায়িকা হিসেবে সিনেমায় জায়গা পান। আর প্রথম সিনেমাই তাঁর স্বপ্ন পূরণ করে। তিনি ভক্তদের কাছে পরিচিতি পেতে শুরু করেন। বলছি, অভিনেত্রী রাশি খান্নার কথা। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে এই অভিনেত্রীর জানা-অজানা বিষয়গুলো জেনে নিতে পারেন।
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫