‘পাঠান’ দেখে যা বলছেন সেন্সর বোর্ডের সদস্যরা
বাংলাদেশে শাহরুখ–ভক্তদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। এবার বাংলাদেশের সিনেমা হলে মুক্তিতে শাহরুখের ‘পাঠান’ সিনেমার কোনো বাধা নেই। আজ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন। পরে তাঁরা সভায় সেন্সর সনদের জন্য সুপারিশ করেছেন। আজই সিনেমাটি সেন্সর সনদ পাচ্ছে বলে জানান, সেন্সর বোর্ডের সদস্য অভিনেত্রী রোজিনা ও খোরশেদ আলম খসরু।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির সরকারি অনুমতি মেলার পর প্রথম কোনো সিনেমা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছিল হিন্দি সিনেমা ‘পাঠান’। আজ বেলা ১১টায় সিনেমাটি দেখেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। পরে এক বৈঠকে সিনেমাটি নিয়ে আলোচনা হয়েছে। রোজিনা জানান, সিনেমাটির প্রশংসা করেছেন সবাই।
এ সময় সেন্সর সনদ পাওয়া প্রসঙ্গে বিকেলে মুঠোফোনে অভিনেত্রী রোজিনা বলেন, ‘আমি সিনেমা দেখা শেষ করে মাত্র বের হয়েছি। আমরা সবাই বসেছিলাম। ছবি দেখে সেন্সর করে দিয়ে এসেছি। আমাদের সেন্সর বোর্ডের সদস্যদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নেই। সিনেমাটি আমাদের কাছে ভালো লেগেছে। সবকিছুই ঠিক মনে হয়েছে।’ সেন্সর বোর্ডের আরেক সদস্য ও প্রযোজক খোরশেদ আলম বলেন,‘আমরা সিনেমাটি দেখেছি। সিনেমায় কোনো সমস্যা নেই। সেন্সর পেয়েছে “পাঠান”।’ ‘পাঠান’ কেমন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, ‘“পাঠান” সিনেমায় অনেক প্রযুক্তির ব্যবহার। প্রায় অর্ধেক সিনেমাই টেবিলে করা। সব মিলিয়ে ভালোই বলতে হবে। তা না হলে তো এত দর্শকপ্রিয়তা পেত না।’
এর আগে সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট জানিয়েছিল, ১২ মে মুক্তি পাবে সিনেমাটি। সেই সিদ্ধান্তে অটল রয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘“পাঠান” সেন্সর হয়ে গেছে। এখন মুক্তিতে বাধা নেই।’ সেন্সর সনদ কবে হাতে পাবেন—এমন প্রশ্নে মামুন বলেন, ‘সপ্তাহের শেষ কর্মদিবস আজ। তো সেন্সর সনদ হয়তো আগামী সপ্তাহে পাব। সেন্সর পেয়েছি, আর বাধা নেই, এটাই আমাদের খুশির খবর।’
গত ২৫ জানুয়ারি সারা বিশ্বে ‘পাঠান’ ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটি সবচেয়ে আয়কারী হিন্দি ছবির তালিকার ১ নম্বরে উঠে এসেছে। সিনেমাটি নিয়ে দেশের দর্শকদের মধ্যেও আগ্রহ লক্ষ করা গেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে কিং খানের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।