কবিতা কৃষ্ণমূর্তির হতাশা ও জানা-অজানা গল্প

তাঁর সুরেলা কণ্ঠে বরাবরই মুগ্ধ উপমহাদেশের শ্রোতারা। ‘১৯৪২: আ লাভ স্টোরি’, ‘খামোশি, দ্য মিউজিক্যাল’, ‘বোম্বে’, ‘হাম দিল দে চুকে সানাম’—নব্বইয়ের দশকে একের পর এক গানে মাতোয়ারা বলিউড। আজ এই কণ্ঠশিল্পীর জন্মদিন। এই দিনে রইল তাঁর কিছু ছবি ও জানা-অজানা গল্প।

১ / ১৬
নয়াদিল্লির তামিল আইয়ার পরিবারে কবিতার জন্ম ১৯৫৮ সালের ২৫ জানুয়ারি। বাবা টি এস কৃষ্ণমূর্তি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মী। জন্মের পর মেয়ের নাম রেখেছিলেন শারদা
শিল্পীর ফেসবুক পেজ থেকে
২ / ১৬
ধ্রুপদি সংগীতের পাশাপাশি ছোটবেলা থেকেই কবিতা তালিম নিয়েছিলেন রবীন্দ্রসংগীতে। মাত্র আট বছর বয়সে স্বর্ণপদক পেয়েছিলেন সংগীত প্রতিযোগিতায়
শিল্পীর ফেসবুক পেজ থেকে
৩ / ১৬
মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের বাণিজ্য বিভাগের ছাত্রী ছিলেন কবিতা। কলেজের অনুষ্ঠানে পরিচয় হয় রাণু মুখোপাধ্যায়ের সঙ্গে। গান শুনে মুগ্ধ রাণু কবিতাকে নিয়ে গিয়েছিলেন তাঁর বাবা হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে। তিনি কবিতাকে নিজের অনুষ্ঠানে গাওয়ার সুযোগ করে দেন
শিল্পীর ফেসবুক পেজ থেকে
৪ / ১৬
এরপর মান্না দের সান্নিধ্যে আসেন কবিতা। তিনিও বেশ কিছু জায়গায় কবিতাকে গানের সুযোগ করে দেন। বলিউডে তাঁকে দিয়ে অনেক ছবিতে গান করান লক্ষ্মীকান্ত পেয়ারেলাল
শিল্পীর ফেসবুক পেজ থেকে
৫ / ১৬
প্রথম প্লেব্যাকের সুযোগ পান ১৯৭৮ সালে মুক্তি পাওয়া কন্নড় ছবি ‘ওন্দানন্দু কালাদাল্লি’তে। গিরিশ কারনাডের পরিচালনায় এ ছবিতে একটিমাত্র গানই ছিল। লোকসংগীতের আঙ্গিকে কবিতার গলায় সেই গান খুবই জনপ্রিয় হয়
শিল্পীর ফেসবুক পেজ থেকে
৬ / ১৬
হিন্দি ছবিতে কবিতার প্রথম বড় ব্রেক ১৯৮৫ সালে, ‘প্যায়ার ঝুকতা নহি’ ছবিতে। এরপর ‘মিস্টার ইন্ডিয়া’, ‘১৯৪২: আ লাভ স্টোরি’, ‘ইয়ারানা’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি’র মতো ছবিতে তাঁর গান ইন্ডাস্ট্রিতে পায়ের তলায় জমি শক্ত করে
শিল্পীর ফেসবুক পেজ থেকে
৭ / ১৬
কিশোর-রফি থেকে শুরু করে সোনু নিগম-শান। কয়েক দশক ধরে সেরা গায়কদের সঙ্গে পারফর্ম করেছেন কবিতা। গায়কদের পাশাপাশি অলকা ইয়াগনিক, অনুরাধা পাড়ওয়াল, শ্রেয়া ঘোষাল, সাধনা সারগমের মতো গায়িকাদের সঙ্গেও তাঁর দ্বৈত গান সাড়া ফেলে
শিল্পীর ফেসবুক পেজ থেকে
৮ / ১৬
ডি এল সুব্রামানিয়ামের সঙ্গে সংসার করছেন কবিতা। যশস্বী এই বেহালাবাদকের সঙ্গে আগে অনুষ্ঠান করেছেন কবিতা। ১৯৯৯ সালে তাঁর সঙ্গে বাঁধলেন গাঁটছড়া
শিল্পীর ফেসবুক পেজ থেকে
৯ / ১৬
সুব্রামানিয়াম প্রথম স্ত্রী ভিজি ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন ১৯৯৫ সালে। তার চার বছর পর নিতান্ত সাদামাটা অনুষ্ঠানে তিনি বিয়ে করেন কবিতাকে। স্বামীর আগের পক্ষের চার সন্তানকে পরম যত্নে আপন করে নিয়েছেন কবিতা
শিল্পীর ফেসবুক পেজ থেকে
১০ / ১৬
‘ডোলা রে ডোলা’, ‘আজ ম্যায়ঁ উপর’, ‘মেরা পিয়া ঘর আয়া’, ‘প্যায়ার হুয়া ছুপকে সে’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘নিম্বুরা নিম্বুরা’র মতো গান তাঁকে অজস্র পুরস্কার এনে দিয়েছে
ইউটিউব থেকে
১১ / ১৬
গান গেয়েছেন লতা মঙ্গেশকর ও আশা ভোসলের সঙ্গেও। হিন্দির পাশাপাশি তেলেগু, মারাঠি, উর্দু, তামিল, মালয়ালম, কন্নড়, গুজরাটি ও বাংলা গানের দুনিয়ায় তাঁর অংশগ্রহণ আছে। গান গেয়েছেন ইংরেজি ও উর্দুতেও
শিল্পীর ফেসবুক পেজ থেকে
১২ / ১৬
বাংলাদেশে বেশ কিছু গান করেছেন কবিতা। জনপ্রিয় গায়ক আসিফের সঙ্গে তাঁর গাওয়া দ্বৈত গান সাড়া ফেলেছিল
আসিফের ফেসবুক পেজ থেকে
১৩ / ১৬
ধ্রুপদি সংগীত, প্লেব্যাকের সঙ্গে তাঁর সাবলীল বিচরণ রবীন্দ্রসংগীতেও। গান করেছেন ‘রামায়ণ’, মহাভারত’, ‘আলিফ লায়লা’র মতো দূরদর্শনের জনপ্রিয় সিরিয়ালেও
শিল্পীর ফেসবুক পেজ থেকে
১৪ / ১৬
এখনকার হিন্দি গান নিয়ে হতাশ কবিতা। এক সাক্ষাৎকারে কবিতা বললেন, ‘এখন গাইতে না জানলেও চলে। অটোটিউনের মাধ্যমে সুর, পিচ ঠিক করে নেওয়া এখন কোনো ব্যাপার নয়। মেশিনেই হয়ে যায় সব।’
শিল্পীর ফেসবুক পেজ থেকে
১৫ / ১৬
কটাক্ষ করতেও ছাড়েন না হাল আমলের সংগীতনির্মাণ পদ্ধতিকে। তাঁর ভাষ্য, ‘এখন কোনো রেকর্ডিংয়ে গেলে ‘তুমকো’...এইটুকু গাইলাম, আর একবার বলল, গাইলাম ‘তুমকো’, তার পর চলে গেলাম পরের লাইনে। ব্যস, হয়ে গেল।’কবিতা আরও বলেন, ‘আজকাল হিন্দি ছবির গানে তেমন কথা কই! ভালো গানের কথার অভাব টের পাই।’
শিল্পীর ফেসবুক পেজ থেকে
১৬ / ১৬
তবে একই সঙ্গে গায়িকা গান নিয়ে বলিউডের পরীক্ষা-নিরীক্ষার প্রশংসাও করেছেন। বলেছেন, ‘হিন্দি ছবির গান আজকাল অনেক রকম পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছে। নানা ধরনের, নানা স্বাদের গান তৈরি হচ্ছে। এটা খুব ভালো।’
শিল্পীর ফেসবুক পেজ থেকে