স্ত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা: বলিউড প্রযোজক গ্রেপ্তার

প্রযোজক কমল কিশোর মিশ্র
ছবি : সংগৃহীত

স্ত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগের গ্রেপ্তার হয়েছেন বলিউড প্রযোজক কমল কিশোর মিশ্র। গত বৃহস্পতিবার রাতে মুম্বাই থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর এএনআই।
১৯ অক্টোবর গাড়িতে এক মডেলের সঙ্গে কমলকে আবিষ্কার করেন তাঁর স্ত্রী ইয়াসমিন। তখনই কমল স্ত্রীকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেন। এরপরই স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন তিনি। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের প্রমাণ পায়। এরপরই গ্রেপ্তার করা হয় কমলকে। তাঁকে এখন মুম্বাইয়ের আম্বলি থানায় রাখা হয়েছে। কমলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

আম্বলি থানার এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ভুক্তভোগী তাঁর স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনান। তিনি জানান, কমল ইচ্ছাকৃতভাবে তাঁর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চেয়েছিলেন।

প্রযোজক কমল কিশোর মিশ্র
ছবি : সংগৃহীত

জানা গেছে, গাড়িচাপা থেকে বাঁচলেও ইয়াসমিন পায়ে আঘাত পেয়েছেন।
গত ফেব্রুয়ারি থেকেই ওই মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কমল, যা নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে এর আগেও অনেকবারই ঝামেলা হয়েছে।

আরও পড়ুন

কমল ‘দেহাতি ডিস্কো’, ‘ভুতিয়াপ্পা’, ‘ফ্ল্যাট নম্বর ৪২০’, ‘খালি বালি’সহ বেশ কয়েকটি সিনেমার সহ-প্রযোজক। তাঁর কোনো ছবিই সেভাবে সাফল্য পায়নি। এর মধ্যে ‘দেহাতি ডিস্কো’ মুক্তি পায় চলতি বছরের ২৭ মে। মনোজ শর্মা পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন গণেশ আচার্য্য, রবি কৃষ্ণান, রাজেশ শর্মা প্রমুখ।