আলিয়া, ক্যাটরিনাদের খরচ বহন করার সামর্থ্য নেই নেটফ্লিক্সের!

ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম

অনেক প্রশ্নের জন্ম দিয়েই নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র প্রথম সিজনের প্রচার  শুরু হয়েছে। এর একটি হলো প্রিমিয়ার এপিসোডে আলিয়া ভাটের অনুপস্থিতি। এরপর ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের শো না করতে চাওয়া। একটি প্রতিবেদনের সূত্রে জানা গেছে, আলিয়া, ক্যাটরিনাদের মতো বড় তারকাদের খরচ বহন করার সামর্থ্য নাকি নেই নেটফ্লিক্সের!
টাইমস নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, জুমকে একটি সূত্র জানিয়েছে, কপিল শর্মার আসল উদ্দেশ্য ছিল পুরো কাপুর পরিবার, বিশেষ করে নীতু কাপুর, রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর ও আলিয়া ভাটকে আমন্ত্রণ জানানোর। কপিল ও তাঁর দল আলিয়ার সুবিধামতো সময়ে শুটিং করার জন্য কাপুর পরিবারের অন্যদের রাজি করানোর প্রস্তাবও দিয়েছিল। কিন্তু আলিয়া তাতে আগ্রহ দেখাননি।

কাপুর পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, আলিয়ার খরচ বহন করার সামর্থ্য নেটফ্লিক্সের নেই। তিনি আরও জানিয়েছেন, এটা সত্য। আগে যখন ‘কপিল শর্মা শো’ টেলিভিশনে প্রচারিত হতো, তখন তারকা অতিথিরা তাঁদের সিনেমার প্রচারের জন্য কোনো সম্মানী ছাড়াই আসতেন। কিন্তু এখন নেটফ্লিক্সে কপিল শর্মার শোর জন্য তারকাদের সম্মানী প্রদান করতে হচ্ছে।

ক্যাটরিনা কাইফ
ইনস্টাগ্রাম

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘বাজেট ইস্যু’র কারণে ক্যাটরিনা কাইফের পরিবর্তে সানি কৌশলকে শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল।
প্রতিবেদনটি যখন সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে পোস্ট করা হয়, তখন কমেন্টে এর ব্যবহারকারীরা নানা প্রতিক্রিয়া দেখান।

ভক্তদের জন্য ফিরে আসা
যখন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান শো’র ট্রেলার প্রকাশিত হলো, কপিল শর্মা তখন বলেন, ‘ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন, আমরা ফিরছি! আমাদের যত ভক্ত আছেন, সবাইকে ভালোবাসি। বিশ্বের যত ভক্ত আছেন, বিশেষ করে কোরিয়া ও মঙ্গোলিয়ার যাঁরা আমাদের মিস করেছেন, আমরা নেটফ্লিক্সে আসছি ৩০ মার্চ থেকে। “দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো” অনেক দিক দিয়ে “কপিল শর্মা শো”র সম্প্রসারিত সংস্করণ। যেকোনো জায়গা থেকে যেকোনো সময় দেখতে চোখ রাখুন নেটফ্লিক্সে, প্রতি শনিবার।’
‘কপিল শর্মা দ্য গ্রেট ইন্ডিয়ান’ কপিল শোর নতুন প্রোমো প্রকাশ করেছেন কপিল শর্মা
ফেসবুক থেকে

একজন সেখানে লেখেন, তারা (নেটফ্লিক্স) আমির খানকে আনতে পারে কিন্তু আলিয়া ভাটকে নয়। রেডিটের অন্য এক ব্যবহারকারী লিখেছেন, প্রতিটি শিরোনামের পেছনেও নেটফ্লিক্স বাজেট রাখে এবং তারা কখনো কার্পণ্য করে না।