৬৫ বছরের পুরোনো শাড়ি দিয়ে তৈরি পোশাকে রোমান্সে মজলেন প্রিয়াঙ্কা

৬৫ বছরের পুরোনো ভিনটেজ বেনারসি পাটোলা ব্রোকেড শাড়ি ব্যবহার করা হয়েছে প্রিয়াঙ্কার পোশাকটি তৈরিতে
ইনস্টাগ্রাম

দীর্ঘ ছয় মাস ধরে ডিজাইনার অমিত আগারওয়াল ও তাঁর দল তৈরি করেছে পোশাকটি। ৬৫ বছরের পুরোনো ভিনটেজ বেনারসি পাটোলা ব্রোকেড শাড়ি ব্যবহার করা হয়েছে পোশাকটি তৈরিতে। নয়টি রং ব্যবহার করা এই পোশাকে রুপার সুতা ও খাদি সিল্কের ওপর একটি সোনার ইলেকট্রোপ্লেটিং ব্যবহার করেছেন অমিত। পোশাকটি পরেই এবার ক্যামেরায় ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

মুকেশ আম্বানির আমন্ত্রণে প্রথমবার মেয়ে মালতিকে নিয়ে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি। ভারতীয় ধনকুবের অনুষ্ঠান বলে কথা।

নিক জোনাস ও প্রিয়াঙ্কা দম্পতি
ইনস্টাগ্রাম

যেখানে পুরো বলিউড উপস্থিত হয়েছে, সেখানে তো আর যেকোনো পোশাকে যেতে পারেন না। তাই নতুন ধরনের এক পোশাকে হাজির হয়েছিলেন মুকেশ আম্বানির সেই অনুষ্ঠানের দ্বিতীয় দিন। অন্যদের থেকে আলাদা এই পোশাক সবার নজর কেড়েছে।

আরও পড়ুন

শাড়ি মতো দেখতে পোশাকের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছেন টপ। সিকোয়েন্স শিট ব্যবহার করে টপটি তৈরি করেছেন অমিত। যাতে শাড়ির রং তাতে প্রতিফলিত হতে পারে। বারানসির ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয় এমন পোশাক। অনুষ্ঠান শেষে স্বামী নিককে নিয়ে ভারতের রাস্তায় অটোরিকশায় চড়ে ঘুরতেও বের হয়েছিলেন প্রিয়াঙ্কা।

এই পোশাকে স্বামীর সঙ্গে কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে নেটিজনেরা তাঁর পোশাকের প্রশংসা করছেন।

প্রিয়াঙ্কা ও নিক
এএফপি

শিগগিরই প্রিয়াঙ্কাকে দেখা যাবে হলিউডের আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এ। যেখানে তাঁর সঙ্গে আছেন রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি লুইস, লেসলি ম্যানভাইলের মতো তারকারা।

এরপর আগামী ১২ মে মুক্তি পাবে সিনেমা ‘লাভ অ্যাগেইন’। জেমস সি স্ট্রজ নির্মিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন স্যাম হিউগ্যান।