শাহরুখের বাড়ি মান্নাতে সত্যিই কি অবৈধ নির্মাণকাজ চলছে

মান্নাতের বারান্দায় শাহরুখ খানএএনআই

মুম্বাইয়ে শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’-এর সংস্কারকাজ চলছে। দুই বছরের জন্য সংস্কারকাজ চলবে। তাই কিং খান আর তাঁর পরিবার এ বছরে তল্পিতল্পা গুটিয়ে বান্দ্রার পালি হিলের একটি ভাড়া অ্যাপার্টমেন্টে গেছেন। এদিকে অভিযোগ উঠেছে, মান্নাতে নাকি অবৈধভাবে নির্মাণকাজ চলছে। সত্যিই কি তা–ই? অনেক গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর ব্যাখ্যা দিয়েছেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি।

শাহরুখ খানের বাসভবন মান্নাতে অবৈধ নির্মাণের অভিযোগের পর সেখানে পৌঁছায় মুম্বাই পৌরসভা ও বন বিভাগের কর্মকর্তাদের একটি দল। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এক পরিবেশকর্মীর অভিযোগের ভিত্তিতে তাঁরা যাচাই করতে যান, নির্মাণে কোনো নিয়ম লঙ্ঘন হয়েছে কি না।

আরও পড়ুন

পরিদর্শনে আসা কর্মকর্তাদের শাহরুখ খানের কর্মীরা জানান, প্রয়োজনীয় সব অনুমতিপত্র এবং সংশ্লিষ্ট নথি যথাযথভাবে দাখিল করা হবে। শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ নেই। সব কাজ নিয়ম অনুযায়ীই চলছে।’

বন বিভাগের এক কর্মকর্তা পত্রিকাটিকে জানান, ‘সংস্কারের অনুমতি–সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার পর আমরা পরিদর্শন করেছি। আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করব।’ তিনি আরও জানান, বন দপ্তরকে সহায়তা করতেই পৌরসভার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তবে সমাজকর্মী সন্তোষ দাউন্ডকর অভিযোগ করেন, শাহরুখ খানের বাড়ির নির্মাণে একাধিক অনিয়ম হয়েছে। সাবেক আইপিএস কর্মকর্তা ওয়াই পি সিং দাবি করেন, নগর জমিসীমা আইনের ফাঁক গলিয়ে ১২টি ছোট ফ্ল্যাট অনুমোদন করিয়ে পরে সেগুলো মিলিয়ে একটি বিলাসবহুল আবাসস্থলে রূপ দেওয়া হয় মান্নাতকে। তাঁর অভিযোগ, এতে পৌর সংস্থার সহায়তা ছিল।