‘স্ত্রীর দিকে কতক্ষণ তাকিয়ে থাকা যায়?’ সুব্রহ্মণ্যমের মন্তব্যে দীপিকার ক্ষোভ

দীপিকা পাড়ুকোনফেসবুক থেকে নেওয়া

ভারতের ‘লারসেন অ্যান্ড টুব্রো’ কোম্পানির চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যম দিনকয়েক আগে বলেছেন, ‘রোববার ছুটির দিনেও সংস্থার কর্মীদের কাজ করা উচিত। বাড়িতে বসে কতক্ষণ স্ত্রীর মুখ দেখবেন আপনারা?’ তাঁর এ মন্তব্য নিয়ে তোলপাড় চলছে নানা মহলে। এবার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। খবর হিন্দুস্তান টাইমসের

কর্মীদের সঙ্গে একটি বৈঠকের সময়, সুব্রহ্মণ্যম সপ্তাহে সাত দিন তাঁদের কাজের ইচ্ছা থাকার পরামর্শ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বহুজাতিক সংস্থার ওই সভাপতি ছুটির দিনসহ ৯০ ঘণ্টার কাজের সপ্তাহের পক্ষে কথা বলেছেন।

তাঁর কথায়, ‘আমি আফসোস করি যে তোমাদের দিয়ে রোববার কাজ করাতে পারি না। আমি যদি তোমাদের রোববারে কাজ করিয়ে নিতে পারি, তাহলে খুশি হবো। ঘরে বসে কী করো তোমরা? কতক্ষণ তোমাদের স্ত্রীদের দিকে তাকাও?

দীপিকা পাড়ুকোন
এএনআই

এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই সুব্রহ্মণ্যমের মানসিকতা নিয়ে প্রশ্ন ছুড়েছেন অনেকে। সেই স্ক্রিনশট ইনস্টা স্টোরিতে শেয়ার করে দীপিকা পাড়ুকোন বলেছেন, ‘এ ধরনের সিনিয়র পদে থাকা লোকজনকেও এমন বিবৃতি দিতে দেখে অবাক হচ্ছি।’

অতীতে কর্মীদের ৭০ ঘণ্টা কাজের নিদান দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা এম নারায়ণমূর্তি। এবার সে রকমই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বহুজাতিক সংস্থার চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যম। তাঁর সেই মন্তব্য শেয়ার করে দীপিকা পাড়ুকোন আরও লিখেছেন, ‘তাঁরাই দেশের কর্মসংস্কৃতি আরও নষ্ট করছে।’

আরও পড়ুন

এই পোস্টের সঙ্গে দীপিকা জুড়ে দিয়েছেন, ‘মেন্টাল হেলথ ম্যাটার্স’ ট্যাগ। অভিনেত্রী এক দশক ধরেই মানসিক স্বাস্থ্য সচেতনতার প্রচার করছেন। তাঁর নিজস্ব একটি সংস্থাও রয়েছে।