টম হ্যাংকস বনাম আমির খান, শাহরুখ, অনিল থেকে কীভাবে এল ‘লাল সিং চাড্ডা’

১ / ১০
২০০৬ সালের ঘটনা। তখন আমির খানের ‘রং দে বাসন্তী’ সিনেমার শুটিং চলছিল। সিনেমার শুটিংয়ের সময় সহ-অভিনেতা আতুল কুলকার্নি আমির খানকে ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেকের আইডিয়া দেন। ব্যস্ততায় আমির সিনেমাটি করতে পারেননি।ছবি: সংগৃহীত
২ / ১০
অবশেষে আমির খানের ৫৪তম জন্মদিনে সিনেমাটির ঘোষণায় আসে। তখনই জানানো হয় সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে তুরস্কে। ছবি: সংগৃহীত
৩ / ১০
প্রায় ১৩ বছর পরে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা হলে মূল ‘ফরেস্ট গাম্প’ সিনেমা থেকে চিত্রনাট্যকার হিসেবে অ্যাডাপট করেন সেই আমিরের সহ-অভিনেতা আতুল কুলকার্নি। ছবি: সংগৃহীত
৪ / ১০
‘লাল সিং চাড্ডা’ সিনেমাতে আমির খানের সঙ্গে তৃতীয়বারের মতো নাম লেখালেন কারিনা কাপুর। এর আগে তাঁদের ‘তালাশ’ ও ‘থ্রি ইডিয়ট’ সিনেমায় দেখা গিয়েছিল। ছবি: সংগৃহীত
৫ / ১০
সিনেমাটির শুটিং হয়েছিল ১০০টি লোকেশনে। ভারতের খুব কম সিনেমায় এত লোকেশন ব্যবহার করা হয়। ছবি: সংগৃহীত
৬ / ১০
সিনেমাটির শুটিংয়ে সময় কারিনা কাপুরের দ্বিতীয় সন্তান গর্ভে ছিল। গর্ভাবস্থায়ই তিনি শুটিংয়ে অংশ নেন। ছবি: সংগৃহীত
৭ / ১০
‘লাল সিং চাড্ডা’ একমাত্র ভারতীয় সিনেমা; যার ট্রেলার আইপিএলে দেখানো হয়েছিল। ছবি: সংগৃহীত
৮ / ১০
২০২০ সালের ডিসেম্বরে ক্রিসমাসে সিনেমাটির মুক্তির কথা থাকলেও কোভিডের কারণে পরিকল্পনা বাতিল হয়। ছবি: সংগৃহীত
৯ / ১০
আমির খানের আগেও ‘ফরেস্ট গাম্প’ সিনেমাটির আন-অফিশিয়ালি রিমেকের পরিকল্পনা করেছিলেন পরিচালক কুন্ডন শাহ। ফরেস্ট চরিত্রে অনিল কাপুর চুক্তিবদ্ধ হয়ে অজানা কারণে পরে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। ছবি: সংগৃহীত
১০ / ১০
১৯৯৪ সালের দিকেই জানা যায়, কুন্ডা শাহ শাহরুখ খানকে চুক্তিবদ্ধ করিয়েছেন। কিন্তু সিনেমাটি অফিশিয়াল ঘোষণা পর্যন্ত যেতে পারেনি। সিনেমাটির নাম রাখা হয়েছিল, ‘শেখ চিল্লি’। কিন্তু তাঁরা নির্মাণের সাহস করে উঠতে পারেননি। সেই সিনেমাটির জন্য টম হ্যাংকস ব্যাপক প্রশংসিত হচ্ছিলেন। অবশেষে সফল হয়েছেন আমির খান। তাঁর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ১১ আগস্ট মুক্তি পাবে। ছবি: সংগৃহীত