বিয়েতে ‘চুরি’ জুতা উদ্ধারে শ্যালিকাদের কত টাকা দিয়েছিলেন রণবীর?

২০২২ সালের এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ইনস্টাগ্রাম থেকে

২০২২ সালের এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বলিউডের দুই প্রথম সারির তারকা বিয়েটা সেরেছিলেন একেবারে ঘরোয়াভাবে। তাঁদের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন হাতে গোনা কয়েকজন। রণবীরের তরফে ছিলেন কাপুর পরিবার।

আরও পড়ুন

আলিয়ার পক্ষ থেকে ছিলেন তাঁর মা, বাবা ও দুই বোন। এ ছাড়া ছিলেন আলিয়ার পাঁচ ঘনিষ্ঠ বান্ধবী।

বাড়িতে হলেও যথাযথ আচার মেনেই হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। গায়েহলুদ, মেহেন্দি, সিঁদুরদান ও জুতা চুরি—বাদ যায়নি কিছুই। আর সেখানেই শ্যালিকাদের আবদার রাখতে পকেট থেকে কত খরচ হয় রণবীরের?

আলিয়া আর রণবীর কাপুর
ইনস্টাগ্রাম থেকে

সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হওয়া ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–তে এ কথা ফাঁস করেছেন অভিনেতা নিজেই।

সম্প্রতি মা ও বোনকে নিয়ে কপিল শর্মার নতুন শোতে আসেন তিনি। সেখানেই নিজের বিয়ের এই গোপন কথা ফাঁস করেন অভিনেতা। আসলে রণবীর-আলিয়ার বিয়ের আয়োজনে তেমন রোশনাই না থাকায় বেশ কিছু উড়ো প্রশ্নও ভেসে বেড়িয়েছিল সেই সময়। সেগুলোর মধ্যে একটি হলো, রণবীর তাঁর শ্যালিকাদের জুতা চুরি বাবদ কয়েক কোটি টাকা দিয়েছিলেন? তবে সেটা একেবারেই সত্যি নয় বলেই জানান অভিনেতার মা নীতু কাপুর। মায়ের কথা রেশ ধরেই রণবীর বলেন, ‘আলিয়ার বান্ধবীরা বেশ কয়েক লাখ টাকা চেয়েছিল, শেষে কয়েক হাজার দিয়ে ঠেকিয়েছি।’ তবে সুনির্দিষ্ট টাকার অঙ্ক প্রকাশ করেননি রণবীর।