চার চরিত্রের খোঁজে হুমা

হুমা কুরেশি। এএনআই

ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের সিরিজ মহারানীর পর বলিউডে নিজের আলাদা একটা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি। এই সিরিজে ‘রানী ভারতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘মহারানী থ্রি’।

হুমা কুরেশি। এএনআই

তৃতীয় কিস্তিতে হুমাকে আরও বেশি সাহসী ও দাপুটে ভূমিকায় দেখা দেখা গেছে। নিজের এই প্রকল্পকে ঘিরে দারুণ আত্মবিশ্বাসী তিনি। সিরিজটির প্রচারের সময় নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই নিয়ে কথা বলেছেন হুমা।

২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবির মাধ্যমে বলিউডে এসেছিলেন হুমা। নিজের প্রথম ছবির কথা স্মরণ করে অভিনেত্রী বলেছেন, ‘প্রথম ছবির পর মানুষ আমাকে চিনতে শুরু করেছিল। আমি অনেক বড় বড় ছবিতে কাজ করেছি। তবে মহারানী করে আমি সন্তুষ্ট পেয়েছি, আগে কখনো এতটা সন্তুষ্ট হতে পারিনি।

আরও পড়ুন

এ সিরিজটির কারণে আমি আলাদা পরিচিতি পেয়েছি।’ মহারানী মুক্তির পর প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে হুমা আরও বলেছেন, ‘সিরিজটির কাহিনি মূলত আমাকে ঘিরেই।

সিরিজের পোস্টাির। ফেসবুক থেকে

এ সিরিজের পর দর্শক আমাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। আজ আমি যে উচ্চতায় পৌঁছেছি, সেখানে দাঁড়িয়ে মনের মতো কাজ নির্বাচন করতে পারি আর ন্যায্য পারিশ্রমিক দাবি করতে পারি।’

হুমা এর আগে বদলাপুর, দেঢ় ইশকিয়ার মতো ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন। ‘মহারানী থ্রি’ দিয়ে চমক দিতে চলেছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘এবারেরটি আগের কিস্তিগুলোর তুলনায় আর বড় পরিসরে তৈরি হয়েছে। আমার বিশ্বাস দর্শক এবার সিজনও দারুণ পছন্দ করবেন। এবার “রানী ভারতী”-কে একদম অন্যভাবে দেখবেন দর্শকেরা। আমার ক্যারিয়ারের যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে তাতে আমি দারুণ খুশি। সত্যি বলতে প্রত্যেক অভিনেতার নানা ধরনের চরিত্রে অভিনয় করা খুব জরুরি। অন্তত পাঁচটা এমন চরিত্রে অভিনয় করা প্রয়োজন, যা স্মরণীয় হয়ে থাকবে। সেই অভিনেতা চলে যাওয়ার পর, মানুষ তাঁকে সেই সব চরিত্রের জন্য স্মরণ করবেন। এ রকম একটি চরিত্রে আমি অভিনয় করে ফেলেছি। আরও চার চরিত্রে অভিনয় করা বাকি আছে।’