অমরেশ পুরি সম্পর্কে এই ৫ তথ্য জানতেন কি
আজ ২২ জুন প্রয়াত বলিউড অভিনেতা অমরেশ পুরির জন্মদিন। ১৯৩২ সালের আজকের দিনে ভারতের নাসিরনগরে তাঁর জন্ম। জন্মদিন উপলক্ষে হিন্দুস্তান টাইমস অবলম্বনে অভিনেতা সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু তথ্য।
বারবার প্রত্যাখ্যাত হওয়া
বারবার প্রত্যাখ্যাত হয়েছিলেন অমরেশ পুরি। সেটা তাঁর লুকের জন্য। তাঁর বয়স যখন মাত্র ২২, তখনই প্রথমবার অডিশন দেন। কিন্তু তাঁর চেহারা ও কণ্ঠস্বরের কারণে বাদ পড়েন। পরে তিনি হয়ে ওঠেন হিন্দি সিনেমার খলচরিত্রের অন্যতম সেরা অভিনেতা।
বিমা কোম্পানির চাকরি
প্রথমবার অডিশন দিয়ে বাদ পড়ার পর হিন্দি সিনেমায় অভিনয়ের স্বপ্ন একরকম ভুলেই যান অমরেশ। ভারতের সরকারি এক বিমা কোম্পানিতে কেরানির কাজ শুরু করেন। এ কোম্পানিতে চাকরি করার সময়ই মঞ্চের প্রখ্যাত নির্মাতা ও নাট্যদলের শিক্ষক ইব্রাহিম আলকাজির সঙ্গে পরিচয়। এই নির্মাতাই তাঁকে মঞ্চে কাজ করার পরামর্শ দেন।
কে এল সায়গলের ফুফাতো ভাই
অনেকেই হয়তো জানেন না, অমরেশ পুরি প্রখ্যাত গায়ক কে এল সায়গলের ফুফাতো ভাই। সায়গলের মা ছিলেন অমরেশ পুরির বাবা এস নিহাল সিংয়ের বোন।
দুই পায়ে দুই জুতা
অমরেশ পুরির উচ্চতা ছিল ৫ ফুট ১০ ইঞ্চি। তাঁকে পর্দায় যেমন দেখাত, তিনি তার চেয়ে লম্বা ছিলেন।
মজার তথ্য, অমরেশ পুরি দুই পায়ে দুই মাপের জুতা পরতেন। এক পায়ে ১১, অন্য পায়ে ১২ সাইজের। বিশেষভাবে তৈরি হতো তাঁর জুতা।
হলিউডেও কাজ করেছেন
কেবল হিন্দি সিনেমাতেই নয়, অমরেশ পুরি কাজ করেছেন হলিউডেও। তিনি স্টিভেন স্পিলবার্গের ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের সিনেমায় ‘মোলা রাম’-এর অভিনয় করেন।