ইতালিতে দিনদুপুরে ডাকাতির শিকার তারকা দম্পতি
ইতালিতে ঘুরতে গিয়ে সর্বস্ব খোয়ালেন ভারতীয় তারকা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় ১০ লাখ রুপি, পাসপোর্টসহ অনেক প্রয়োজনীয় কাগজ চুরি হয়েছে তাঁদের।
নিজেদের গাড়ি একটি হোটেলের বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলতে হোটেলের ভেতরে ঢুকেছিলেন তাঁরা। ফিরে এসে দেখেন গাড়ি ভাঙা। ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শুধু জামাকাপড় আর খাবারদাবার। খোয়া গেছে পাসপোর্টসহ সব জরুরি কাগজপত্র, নগদ অর্থ (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লাখ রুপি)।
জানা গিয়েছে, দিন কয়েক আগে হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। একটু সুস্থ হয়েই হাওয়া বদল করতে পাড়ি দেন ইতালি। সঙ্গে ছিলেন স্বামী বিবেক দাহিয়া।
অভিনেত্রীর দাবি, ফ্লোরেন্সের কাছে তাঁরা দিনদুপুরে ডাকাতির শিকার হয়েছেন। স্থানীয় পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা মেলেনি বলেও তাঁর অভিযোগ।
ওই এলাকায় নাকি সন্ধ্যা ছয়টার পর থানায় তালা পড়ে যায়, তা ছাড়া ওই এলাকায় কোনো সিসিটিভি না থাকায় কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ।
দিব্যাঙ্কারের দাবি, তিনি ও তাঁর স্বামী ভয়ংকর সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। তাই ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
এই মুহূর্তে দম্পতির হাতে একটি টাকাও নেই, গাড়িটিও ভেঙেছে দুষ্কৃতকারীরা। ফলে কোনোভাবেই তাঁরা ফ্লোরেন্সের বাইরে বের হতে পারছেন না।