বউ হারানোর গল্পের ভোঁ–দৌড়!

১ মার্চ মুক্তি পায় ‘লাপাতা লেডিস’কোলাজ

‘ধীমে ধীমে চলে পূর্বাইয়া’—গানটি ‘লাপাতা লেডিস’ সিনেমার। সেখানে দেখা গেছে, নৌকায় বসে আছে গ্রামীণ ভারতীয় এক নববধূ। মেহেদিরাঙা হাতে পানিতে হাত দোলাচ্ছে, কখনো কাঁচা–পাকা ধানখেতের আল ধরে দৌড়ে বেড়াচ্ছে। তার পাশে বইছে স্নিগ্ধ হাওয়া। গ্রামের বধূ আর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে গানের কথাগুলো মিলেমিশে একাকার। আন্তর্জাতিক নারী দিবস অর্থাৎ ৮ মার্চ, টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছিল গানটি। আর ‘সাজনি’ গানে গ্রাম্য বর-বধূর ভালোবাসা-আবেগের হৃদয়কাড়া দৃশ্যায়ন করেছেন পরিচালক কিরণ রাও।

ভালো ব্যবসাও করছে বিনোদনে ঠাসা ছবিটি
কোলাজ

শুধু গানই নয়, সিনেমাটির ট্রেলারেই সবার মন জয় করে নিয়েছিল ‘লাপাতা লেডিস’। ছবিটির প্রশংসায় সরব ছিলেন চলচ্চিত্রবোদ্ধাসহ বলিউডের তারকারা। ধীরে ধীরে বক্স অফিসেও চনমনে হয়ে উঠছে ‘লাপাতা লেডিস’।

সেই সঙ্গে ভালো ব্যবসাও করছে বিনোদনে ঠাসা ছবিটি। প্রতিদিনই ‘লাপাতা লেডিস’-এর আয় ঊর্ধ্বমুখী। বউ হারিয়ে দিশাহারা দুই স্বামীর গল্প যে এতে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, তা শুধু ছবিটি দেখলেই বোঝা সম্ভব। কিরণ রাওয়ের পরিশ্রমও বৃথা যায়নি। গল্পের জাদুই মন জয় করেছে সিনেমাপ্রেমীদের।

‘লাপাতা লেডিস’ সিনেমার দৃশ্য। ছবি : ইনস্টাগ্রাম থেকে

১ মার্চ মুক্তি পায় ‘লাপাতা লেডিস’। শুরুতে হোঁচট খেলেও ছবি অনুযায়ী ভালোই ব্যবসা করেছে সিনেমাটি। মুক্তির ১০ দিনে বেশ ভালো আয় করেছে ‘লাপাতা লেডিস’। স্যাকনিল্কের প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত আট কোটি রুপির ওপর ব্যবসা করেছে সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাজেটকেও ছাড়িয়ে গেছে সিনেমাটির আয়। বলা হচ্ছে, ‘লাপাতা লেডিস’-এর বাজেট ৪ থেকে ৫ কোটি রুপি। তাই বলাই চলে বাজেটেরও দ্বিগুণ আয় করেছে কিরণ রাও পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘লাপাতা লেডিস’।

সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন কিরণ রাও, প্রযোজক আমির খান এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাই। ছবির প্রচারণায় ইনস্টাগ্রামে লাইভও করেছেন মিস্টার পারফেকশনিস্ট।

কিরণ রাও বলেছিলেন, ‘লাপাতা লেডিস’-এর প্রচারে সাবেক স্বামী আমির খানের তারকাখ্যাতিকে ‘নির্লজ্জভাবে’ ব্যবহার করেছেন তিনি
প্রযোজনা সংস্থা থেকে

এ সময় এক ভক্ত তাঁকে বলে বসেন, ‘আপনার তো “পাঠান”-এর মতো সিনেমা বানানো উচিত।’ উত্তরে আমির বলেন, ‘শাহরুখ খান তো “পাঠান” সিনেমা করছেন, আমি “লাপাতা লেডিস” বানাই, আপনি সেটা দেখুন।’

আমির খান ও কিরণ রাও। এএনআই

ছবিটির প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব। অভিনয় করেছেন রবি কিষানও। ‘আর্টিকেল ৩৭০’, ‘ক্র্যাক’ এবং ‘শয়তান’–এর সঙ্গে মুখোমুখি লড়াই হচ্ছে ‘লাপাতা লেডিস’-এর। তা সত্ত্বেও গল্পের কারণে বক্স অফিসে সফলতা পাচ্ছে কিরণ রাওয়ের বউ হারানোর গল্পটি।