এ সিদ্ধান্তের জন্য ইমরান হাশমি কখনো আফসোস করেননি
মোহিত সুরির ‘আশিকি ২’ রাতারাতি তারকা বানিয়েছিল আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। ছবির জুটিকে ঘিরে তৈরি হয়েছিল প্রচণ্ড উন্মাদনা, যা দুজনের ক্যারিয়ারে বড় গতি এনেছিল। তবে জানেন কি, রাহুল জয়কারের চরিত্রের জন্য আদিত্য নয়, মোহিত সুরির প্রথম পছন্দ ছিলেন ইমরান হাশমি! এক সাক্ষাৎকারে এ বলিউড অভিনেতা জানিয়েছিলেন, কেন তিনি এ প্রস্তাব ফেরান।
মোহিত সুরি পরিচালিত নতুন ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তুলেছে। নবাগত আহান পান্ডে ও অনীত পড্ডাকে নিয়ে তৈরি এই ছবি অনেককে মনে করিয়ে দিচ্ছে সেই ‘আশিকি ২’-এর কথা। তখন যেমন আদিত্য-শ্রদ্ধা, এবার তেমনি আলোচনায় আহান-অনীত। এই প্রেক্ষাপটেই নতুন করে উঠে এসেছে ইমরান হাশমির সেই পুরোনো সিদ্ধান্তের কথা।
ইউটিউব চ্যানেল লাল্লনটপকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছিলেন, প্রস্তাব পেলেও তাঁর মনে হয়েছিল ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন মুখই দরকার। ইমরান হাশমি বলেন, ‘এই ফ্র্যাঞ্চাইজিতে এমন অভিনেতাদের নিতে হবে, যাঁদের সম্পর্কে দর্শকের মধ্যে আগে থেকে কোনো ধারণা নেই। “আশিকি ২” চলেছে, কারণ আদিত্য-শ্রদ্ধার পরিচিতি তখনো তৈরি হয়নি। আমার তো তখন একটা নির্দিষ্ট ইমেজ তৈরি হয়ে গিয়েছিল। তাই নিজেই না বলেছিলাম।’
ইমরান হাশমি আরও জানিয়েছেন, এ সিদ্ধান্তের জন্য তিনি কখনো আফসোস করেননি। অভিনেতার কথায়, ‘তখন আমার কাছে সিদ্ধান্তটা একদম যৌক্তিক ছিল। এখন হয়তো অনেকেই ভাবেন এটা ভুল ছিল, কিন্তু আমি ভাবি না। কারণ আমি জানি, ওই ছবিতে আলাদা কোনো মূল্য যোগ করতে পারতাম না আমি।’
মোহিত-ইমরানের যুগলবন্দী কাজের মধ্যে ‘জেহের’, ‘কলিযুগ’, ‘আওয়ারাপন’, ‘রাজ’, ‘মার্ডার ২’ ও ‘হামারি আধুরি কাহানি’ উল্লেখযোগ্য। সিনেমাগুলো শুধু বক্স অফিসে সাফল্য নয়, সঙ্গে দর্শকের মনও জয় করেছে।
তথ্যসূত্র: এনডিটিভি