প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে জয়া

অমিতাভ বচ্চন এখনো অভিনয়ে নিয়মিত হলেও তাঁর স্ত্রী জয়া বচ্চন অনেক দিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতির ফাঁকে মাঝেমধ্যে অভিনয় করতেন।

জয়া বচ্চন
টুইটার

কিন্তু ২০১৭ সালের অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এবার ছয় বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার

অভিনয় থেকে এর আগেও কয়েকবার বিরতি দিয়েছিলেন জয়া বচ্চন। এবার ফিরছেন করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেমকাহিনি’ দিয়ে। এই সিনেমায় ৭৫ বছর বয়সী জয়াকে নেতিবাচক চরিত্রে উপস্থাপন করেছেন করণ।

বিয়ের পর সংসারে মন দিতে অভিনয়জীবন থেকে লম্বা বিরতি নেন জয়া বচ্চন। মন দেন শ্বেতা ও অভিষেককে বড় করার দিকে
টুইটার

৬০ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো ভিলেন চরিত্রে দেখা যাবে বাঙালি এই অভিনেত্রীকে।

তবে তাঁর চরিত্র প্রসঙ্গে পরিচালক করণ জোহর বলেন, ক্যারিয়ারে প্রথমবার জয়া বচ্চন এই ধরনের চরিত্রে অভিনয় করছেন। পুরো দল তাঁর এই চরিত্রের প্রশংসা করছেন। ‘গাল্লি বয়’-এর পর এবার ‘রকি অওর রানি কি প্রেমকাহিনি’ সিনেমায় জুটি বেঁধেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। সিনেমায় রণবীরের দাদির চরিত্রে দেখা যাবে জয়া বচ্চনকে। শুটিং সময়মতো শেষ না হওয়ায় মুক্তির তারিখ দিলেও সিনেমাটি মুক্তি পায়নি।

জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন
ফেসবুক থেকে

আলিয়া মা হওয়ায় সিনেমার শুটিং মাঝে বন্ধ ছিল। এখন সিনেমার শুটিংয়ের কাজ শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। চলতি বছর ২৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। জয়া বচ্চনকে সর্বশেষ ২০১৭ সালে ‘দ্য গ্রেট লিডার’ সিনেমায় দেখা গিয়েছিল। ছয় বছর পর আবারও ফিরছেন তিনি।