সেলফি-কাণ্ডে ভক্তদের কাছে রাভিনার দুঃখ প্রকাশ
কিছুদিন আগেই লন্ডনে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সেখানে অভিনেত্রীর ভক্তরা আসেন তাঁর সঙ্গে সেলফি তুলতে। ছবি তো তোলেনইনি বরং রূঢ় আচরণ করে সেখান থেকে চলে যান অভিনেত্রী। এ ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয় ব্যাপক সমালোচনা। আজ ওই ঘটনর জন্য দুঃখ প্রকাশ করলেন রাভিনা। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করা এক লিখিত বিবৃতিতে ক্ষমা চান তিনি।
‘কয়েক দিন আগেই আমি লন্ডনের রাস্তায় হাঁটছিলাম। তখন কয়েকজন লোক আমাকে থামিয়ে জিজ্ঞেস করে আমি সত্যিই রাভিনা কি না। আমি জানতাম জায়গাটা অপরাধপ্রবণ, আমি ছিলাম একা; তাই দ্রুত হাঁটতে শুরু করি।
তারা কেবল ছবি তুলতে চেয়েছিল। কয়েক মাস আগে বান্দ্রায় ঘটে যাওয়া ঘটনার কারণে আমি নার্ভাস ও ট্রমাটাইজড ছিলাম।’ বিবৃতিতে এভাবেই লিখেছেন রাভিনা।
তবে সেদিন ছবি না তোলার জন্য অনুশোচনায় ভুগেছেন অভিনেত্রী। বিবৃতিতে সে কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘তারা সম্ভবত নিরপরাধ ভক্ত-অনুরাগী ছিল, আমার উচিত ছিল তাদের সঙ্গে ছবি তোলা। তবে আমি আসলে তাদের দেখে উদ্বিগ্ন হয়ে পড়ি, নিরাপত্তারক্ষীদের ডাকি।
ওই ঘটনা নিয়ে সত্যিই আমার খারাপ লেগেছে। যদি তারা এই লেখা পড়ে থাকে, তাদের কাছে দুঃখপ্রকাশ করতে চাই। আমি সত্যিই দুঃখিত।’
পরে ওই ভক্তদের সঙ্গে দেখা হলে ছবি তোলার আশা প্রকাশও করেন রাভিনা। তিনি লিখেছেন, ‘আশা করি আমাদের আবার দেখা হবে, হয়তো একসঙ্গে ছবিও তোলা হবে। চেষ্টা করব স্বাভাবিক থাকার। কিন্তু মাঝেমধ্যে আমি চেষ্টা করেও স্বাভাবিক থাকতে পারি না। আমি জানি আমার সেদিন উদ্বিগ্ন হওয়া ঠিক হয়নি।’