বাড়িতে হামলার শিকার হওয়ার পর যে শিক্ষা হয়েছে সাইফের
চলতি বছরের জানুয়ারি মাসে নিজের বাড়িতেই হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। দুষ্কৃতকারীর ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই সময় এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় বলিউডে। প্রায় চার মাস সেই ঘটনা নিয়ে ইটাইমসের সঙ্গে সবিস্তার কথা বলেছেন সাইফ।
ঘটনার প্রায় চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো সেই রাতের অভিজ্ঞতা তাড়া করে বেড়ায় অভিনেতাকে, আচমকা ওই ঘটনায় কিছুটা বিভ্রান্ত হলেও এখন নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা নিয়ে সচেতন তিনি। দুই ছেলের ছবি তুলতে দিতেও নারাজ অভিনেতা। বছরের শুরুতেই ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে কী শিখেছেন অভিনেতা?
নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে সাইফ বলেন, ‘আমি যেটুকু শিক্ষা পেয়েছি, তাহলে সব সময় সতর্ক থাকতে হবে। রাতের বেলা বাড়ির সব দরজা বন্ধ রাখতে হবে। আমরা অনেক কিছু জেনেও সব সময় সতর্ক হই না, কিন্তু সেটা ভুল। বাড়িতে দামি কিছু থাকলে তা সব সময় আলমারির মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে। নিরাপত্তার ক্ষেত্রে সব সময় জোরদার হতে হবে।’
অভিনেতা আরও বলেন, ‘আমি কখনোই অতিরিক্ত নিরাপত্তায় বিশ্বাস করতাম না। নিরাপত্তারক্ষী নিয়ে ঘোরা আমার একদম পছন্দ নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর পরিবর্তন আসে। আমাকে নিরাপদে থাকতে হবে আমার স্ত্রী এবং সন্তানদের জন্য। আরও ভালো ভালো সিনেমায় অভিনয় করতে হবে। ওদের জন্য আমাকে সুস্থ থাকতে হবে।’
সাইফ অভিনীত নতুন সিনেমা ‘দ্য জুয়েল থিফ’ আগামীকাল মুক্তি পাবে নেটফ্লিক্সে। কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল পরিচালিত এই ছবিতে সাইফের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আওলাওয়াত, নিকিতা দত্ত ও কুনাল কাপুর।