‘পিকু’র ৮ বছর, দীপিকার স্মৃতিতে ইরফান

দীপিকা পাড়ুকোন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অমিতাভ বচ্চন আর ইরফান খানের সঙ্গে তিনটি ছবি শেয়ার করেছেনইনস্টাগ্রাম

দেখতে দেখতে তিন বছর পেরিয়ে গেল—নেই ইরফান খান। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবারই নয়, পুরো বলিউড ডুবে গিয়েছিল এক গভীর শোকের সাগরে। বলিউড আজও কাঁদে ইরফান খানের বিয়োগে। এবার ইরফানের স্মৃতিতে কাতর দীপিকা পাড়ুকোন। ‘পিকু’ ছবির আট বছর পূর্তি উপলক্ষে দীপিকার স্মৃতিতে ফিরলেন ইরফান!
২০১৫ সালে মুক্তি পেয়েছিল সুজিত সরকার পরিচালিত ছবি ‘পিকু’। এই ছবির মূল তিন চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন, ইরফান খান আর দীপিকা পাড়ুকোন। ‘পিকু’ ছবির অন্যান্য চরিত্রে ছিলেন যিশু সেনগুপ্ত, মৌসুমি চট্টোপাধ্যায় প্রমুখ। ‘পিকু’ ছবিটি মুক্তির আট বছর পূর্ণ হলো।

এ উপলক্ষে দীপিকা পাড়ুকোন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে অমিতাভ বচ্চন আর ইরফান খানের সঙ্গে তিনটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আট বছর হয়ে গেল, এই দুই বিশেষ মানুষের সঙ্গে করা ছবিটির। আবার যদি ফিরে পেতাম দিনগুলো, আমার হৃৎস্পন্দনে পরিণত করতাম।’ ইরফানের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তোমার কথা মনে পড়ে।’

২০১৫ সালে মুক্তি পেয়েছিল সুজিত সরকার পরিচালিত ছবি ‘পিকু’
ইনস্টাগ্রাম

অমিতাভ বচ্চন, পরিচালক সুজিত সরকার আর লেখক জুহি চতুর্বেদীর উদ্দেশে এই অভিনেত্রী লিখেছেন, ‘এই ছবিকে যাঁরা সফল করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের প্রাণশক্তির জন্য।’

‘পিকু’ ছবিকে ঘিরে দীপিকার এই পোস্ট নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। এক ভক্ত লিখেছেন, ‘আসলেই “পিকু” সিনেমা জগতে এক রত্ন। এই ছবি আমার হৃদয়ে সব সময় এক বিশেষ স্থানে থাকবে।’ আরেকজন লিখেছেন, ‘কালজয়ী ছবি এটি’। আরেক দর্শক মন্তব্যে লিখেছেন, ‘ইরফান স্যার, আমরা আপনাকে মিস করছি।’ ইরফানের উদ্দেশে আরও অনেক মন্তব্য দীপিকার কমেন্ট বক্সে জড়ো হয়েছে।

‘পিকু’ ছবি ইরফান খান ও অমিতাভের সঙ্গে দীপিকা
ইনস্টাগ্রাম

ইরফান খানের ঝুলিতে অনেক সফল সিনেমা আছে। তবে ‘পিকু’ ছবিটি তাঁর নিজেরও বিশেষ পছন্দের ছিল। বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে তিনি সব সময় ‘পিকু’র মতো ছবি করতে চাইতেন।

দীপিকা পাড়ুকোন
ইনস্টাগ্রাম

তিনি আরও বলেছিলেন, ‘এই ছবি যেমন বিনোদনমূলক, তেমনি আকর্ষণীয়। প্রেম এই ছবির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমার প্রতি সুজিতের আস্থা ছিল, তাই তিনি আমাকে রোমান্টিক মূল চরিত্রে নিয়েছিলেন। আমি এমনই এক ছবির করার জন্য অস্থির ছিলাম। আমি কমেডি করতে চেয়েছিলাম। আর অদ্ভুতভাবে আমি সবকিছু “পিকু”তে পেয়েছিলাম।’ ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালে চিরবিদায় নিয়েছেন ইরফান।