এবার কি ফিরবেন বাণী, রইল ২০টি ছবি

যুগের ক্যারিয়ার তবে এখনো পায়ের নিচে মাটি শক্ত করতে পারেননি বাণী কাপুর। আজ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বাণী অভিনীত সিনেমা ‘রেইড ২’। অনেকে মনে করছেন, বক্স অফিসে সফল সিনেমাটি দিয়ে হয়তো নতুন করে ঘুরে দাঁড়াবেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

১ / ২০
বাণীর ছোটবেলা কেটেছে একটি খামারবাড়িতে। যেখানে প্রচুর পোষা প্রাণী ছিল। মজা করে বাণী বলেন, ‘চিড়িয়াখানা’য় বড় হয়েছেন তিনি। ফিল্মফেয়ারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘তখন আমি মিনি চিড়িয়াখানায় থাকতাম। আমার বন্ধু ছিল হাঁস, বানর, কুকুর, ঘোড়াসহ নানা প্রাণী। মনে আছে, তখন আমাদের খামারবাড়িতে ৭০টি কুকুর ছিল, বিড়ালের সংখ্যা গুনে শেষ করা যাবে না’। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ২০
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা বাণীর অভিনয়ে অভিষেক হয় ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমা দিয়ে। ২০১৩ সালে মুক্তি পায় সিনেমাটি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ২০
যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি থাকায় ক্যারিয়ারের প্রথম দিকে বাইরের প্রযোজনা সংস্থার সিনেমায় অভিনয় করতে পারেননি বাণী। চুক্তি শেষ হওয়ার পর তাঁর সিনেমার সংখ্যা বেড়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ২০
ক্যারিয়ারের শুরুর দিকে গ্ল্যামারাস চরিত্রেই কেবল দেখা গেছে বাণীকে। উপহার দিতে পারেননি মনে রাখার মতো কোনো চরিত্রও। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ২০
অভিনয় দিয়ে বাণী আলাদা করে নজর কাড়েন অভিষেক কাপুরের ‘চণ্ডীগড় করে আশিকি’ দিয়ে। এ ছবিতে তাঁকে দেখা যায় ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ২০
বাণীর মতে ভারতে অভিনয়শিল্পীদের শুধু অভিনয়ে পারদর্শী হলেই চলে না, নাচেও সমান দক্ষ হতে হয়। কারণ, বাণিজ্যিক সিনেমার অন্যতম উপাদান নাচ-গান। এ প্রসঙ্গে বাণী বলেন, ‘আমি ভাগ্যবান যে এমন একটা সিনেমাজগতে কাজ করছি, যেখানে নাচ-গান পর্দায় দারুণভাবে উদ্‌যাপন করা হয়। “ঘুঙরু” থেকে “নাশে সি চাথ গায়ি”র মতো হিট গানের অংশ হতে পেরেছি এটিও দারুণ ব্যাপার’। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ২০
নাচে সেভাবে প্রশিক্ষণ নেননি, তবে বাণী জানান, তিনি ঘণ্টার পর ঘণ্টা একই স্টেপে নাচতে পারেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ২০
বাণী জানান, বেশ কয়েকটি সিনেমার ব্যর্থতার পর ক্যারিয়ার নিয়ে নতুন করে ভেবেছেন তিনি। ব্যর্থতা নিয়ে তিনি বলেন, ব্যর্থতা প্রসঙ্গে বাণী বলেছেন, ‘ব্যর্থতা, প্রত্যাখ্যান থেকে অনেক কিছু শিখেছি। সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছি তখন। সেই সময় একরাশ উৎকণ্ঠা ঘিরে ধরেছে। তবে নিজের প্রচেষ্টা কখনো থামাইনি। আরও কঠিন পরিশ্রম করেছি। নিজের মধ্যে আশাকে জাগিয়ে রেখেছি। আর ব্যর্থতা মানে নতুনভাবে চেষ্টা করার সাহস জোগানো।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ২০
অনেক সিনেমা হিট না হলেও আক্ষেপ নেই বাণীর। তিনি মনে করেন, বক্স অফিসে ব্যর্থ হলেও এক দশকের ক্যারিয়ারে তাঁর করা প্রায় সব চরিত্রই স্বতন্ত্র। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ২০
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘“বেফিকরে” ছবির “শ্রেয়া গিল” চরিত্রটার সঙ্গে আমি অনেক বেশি আত্মিকভাবে যুক্ত। আমি জানি, এই ছবিটা দর্শকের ভালোবাসা পায়নি। ছবিটা যদি দর্শক পছন্দ করতেন, এটা আমার প্রায়ই মনে হয়। তবে ব্যর্থ হলেও এ ছবির জন্য আমার হৃদয়ে সব সময়ই বিশেষ জায়গা থাকবে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১১ / ২০
সম্প্রতি বাণী নতুন করে বিতর্কে পড়েছেন ‘আবির গুলাল’ সিনেমা নিয়ে। ছবিতে বাণীর নায়িকা ছিলেন পাকিস্তানের ফাওয়াদ খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১২ / ২০
পাকিস্তানি অভিনেতা থাকায় ছবিটি ভারতের মুক্তি পায়নি। আরতি এস বাগদি পরিচালিত সিনেমাটির শুটিং হয়েছে লন্ডন ও এর আশপাশে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১৩ / ২০
সিনেমা নিয়ে বিতর্কের মধ্যেই মুক্তি পায় বাণী অভিনীত আরেকটি সিনেমা ‘রেইড ২’। সিনেমাটির ব্যবসায়িক সাফল্য তাঁর আগের বিতর্ক অনেকেই আড়ালে চলে যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১৪ / ২০
রাজকুমার গুপ্ত পরিচালিত ছবিটিতে বাণীর সঙ্গে আছেন অজয় দেবগন ও রিতেশ দেশমুখ। ছবিটি গত ১ মে মুক্তির পর বক্স অফিসে ২৪০ কোটির রুপির বেশি আয় করে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১৫ / ২০
অনেকে মনে করছেন ছবিটি দিয়ে নতুন করে ঘুরে দাঁড়াবেন বাণী। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার গুপ্তা পরিচালিত ‘রেইড’ ছবিটি। এটি সেটিরই সিকুয়েল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১৬ / ২০
‘রেইড’-এ অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজকে। এবার ইলিয়ানার বদলে এসেছেন চলেছেন বাণী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১৭ / ২০
ছবিতে ‘স্ত্রী–বদল’ নিয়ে বাণী বলেন, ‘এই ছবির প্রথম অভিনেত্রীকে নিয়ে আমার মনে কোনো হিংসা নেই। পর্দার বাইরে আমাদের বন্ডিং খুবই ভালো। অভিনয়শিল্পী হিসেবে আপনাকে শুধু আপনার চরিত্রটা সততার সঙ্গে মেলে ধরতে হবে। লেখক ও পরিচালক যেমনভাবে বলবেন, তা করতে হবে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১৮ / ২০
ছবিটি নিয়ে বাণী আরও বলেন, ‘এই ছবিতে আমি নিজেকে অন্যভাবে তুলে ধরার সুযোগ পেয়েছি। আমার জন্য এটা এক তাজা অভিজ্ঞতা ছিল।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১৯ / ২০
সামনে বাণীকে দেখা যাবে ‘মণ্ডল মার্ডারস’ ওয়েব সিরিজে। সিরিজটিতে অভিনয় করেছেন সুরভিন চাওলা, জামিল খান। সিরিজটি পরিচালনার দায়িত্বে থাকছেন ‘মর্দানি ২’খ্যাত পরিচালক গোপী পুথরন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২০ / ২০
এ ছাড়া প্রথমবার তিনি করেছেন কমেডি সিনেমা। ‘বদতমিজ গিল’ ছবিতে বাণী ছাড়া আছেন অপারশক্তি খুরানা ও পরেশ রাওয়াল। ছবিটির মাধ্যমে দর্শকের হৃদয় জয় করতে চান বাণী। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘এই ছবির মূল নায়িকা হিসেবে সুযোগ দিয়েছেন। আমিও চাই সেরাটা দিতে। নিজেকে সম্পূর্ণভাবে নিংড়ে দিতে। আর একজন অভিনয়শিল্পী হিসেবে নিজের দক্ষতা দেখাতে চাই।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন