বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জারিন খানইনস্টাগ্রাম

বলিউড অভিনেত্রী ও মডেল জারিন খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে কলকাতার শিয়ালদহের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার কালীপূজার ৬টি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১২ লাখ রুপি (প্রায় ১৬ লাখ টাকা) নিয়ে অনুষ্ঠানে যোগদানের জন্য চুক্তিবদ্ধ হলেও কোনো অনুষ্ঠানে যোগ দেননি। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, টাকা ফেরত চাইলে তাদের হুমকি দেওয়া হয়।

এরপরই সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা জারিন খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে কলকাতার নারকেলডাঙ্গা থানায় মামলা করে। পরে সংশ্লিষ্ট থানা বিষয়টি তদন্ত করে জারিন খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে, অভিনেত্রী আদালতে উপস্থিত না হওয়ায় আদালত জারিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে জারিন জানান, তিনি এই গোটা ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। তিনি বলেন, ‘আমি নিশ্চিত এটা সত্যি নয়। আমি নিজেও হতবাক, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছি। তারপরই আমি নিজে গোটা পরিস্থিতি সম্পর্কে অবগত হব।’

বলিউড তারকা জারিন খান
ইনস্টাগ্রাম

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও উঠে এসেছে, সিআরপিসি-৪১ ধারা অনুসারে নোটিশ পাঠানো হয়েছিল জারিন খানকে। অভিনেত্রীর দাবি, তাঁকে ভুল তথ্য দিয়েছিল আয়োজক সংস্থা।

বলিউড তারকা জারিন খান
ইনস্টাগ্রাম

বিমানের টিকিট, থাকার ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে ভুল পথে চালিত করা হয়। এমনকি সেই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রভাবশালী নেতা-মন্ত্রীরা হাজির থাকবেন, এমন আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু পরে জারিনের টিম খোঁজ নিয়ে জানতে পারে, আয়োজকদের দাবি সত্য নয়। তাই শেষ মুহূর্তে বেঁকে বসেন নায়িকা।
২০১০ সালে ‘বীর’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিষেক হয় জারিনের। এরপর হিন্দি ছাড়াও তাঁকে দেখা গেছে তামিল ও পাঞ্জাবি চলচ্চিত্রে।