‘পঞ্চায়েত’–এ সানভিকার ভাগ্যবদল
অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর কল্যাণে ‘রিংকি’ চরিত্রটি এখন দর্শকের ঘরে ঘরে পৌঁছে গেছে। এ সিরিজের প্রথম মৌসুমে ‘রিংকি’র একঝলক দেখা গিয়েছিল। কিন্তু সিরিজটির দ্বিতীয় ও তৃতীয় মৌসুম থেকে ‘রিংকি’ এখন পাকাপাকিভাবে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে।
চরিত্রের আড়ালে থাকা অভিনেত্রী সানভিকার নাম ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানভিকা তাঁর সহ-অভিনেতা জিতেন্দ্র কুমারের সঙ্গে রসায়ন ও নিজের অভিনয়জীবন নিয়ে কথা বলেছেন।
‘পঞ্চায়েত’ সিরিজে ‘সচিবজি’র চরিত্রে অভিনেতা জিতেন্দ্র কুমারের সহজ অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছে। এক সাক্ষাৎকারে জিতেন্দ্র কুমারের সঙ্গে পর্দার বাইরের সম্পর্কের কথা জানিয়েছেন সানভিকা।
জিতেন্দ্র প্রসঙ্গে তিনি জানান, ‘এ সিরিজের সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক। তবে জিতেন্দ্রর সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক। আমাদের দুজনের বোঝাপড়া দুর্দান্ত।’
অভিনেত্রী আরও বলেছেন, ‘আগে আমরা একে অপরের সঙ্গে বেশি কথাবার্তা বলতাম না। কারণ, উনি খুব লাজুক প্রকৃতির। শুরুর দিকে তিনি বেশি কথাবার্তা বলতেন না। আমরা দুজনের দৃশ্যগুলোর অনুশীলন করতাম। সংলাপের মহড়া দিতাম। এরপর ক্যামেরার সামনে দাঁড়াতাম। তৃতীয় মৌসুম থেকে জিতেন্দ্রর সঙ্গে আমার সম্পর্কটা সহজ হতে শুরু করে।’
‘পঞ্চায়েত’ সিরিজের পর সানভিকার ভাগ্য বদলে গেছে। তিনি বলেন, ‘এ সিরিজের পর আমার কাছে এখন অনেক প্রস্তাব আসছে।
কিন্তু আমি চাই ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করতে।’ এ প্রসঙ্গে সানভিকা আরও বলেন, ‘ক্যারিয়ার শুরুর দিকে আমি রোগাপাতলা ছিলাম। তখন আমাকে মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রের জন্য আমাকে বেশি ভাবা হতো। কিন্তু ব্যতিক্রমী চরিত্রে আমি নিজেকে প্রমাণ করতে চাই।’