ভারতে আবার বাড়ছে কোভিড, আক্রান্ত হচ্ছেন তারকারা

গোল্ডেন গ্লোব হাতে ‘নাটু নাটু’র সংগীত পরিচালক এম এম কিরাবানি
রয়টার্স

ভারতে নতুন করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ; যাঁদের মধ্যে আছেন বলিউড তারকারাও।

আরও পড়ুন

এবারের অস্কারে ‘নাটু নাটু’ গানের জন্য সেরা মৌলিক গান বিভাগে অস্কার জিতেছেন এম এম কিরাবানি।

কিরণ খের
ইনস্টাগ্রাম

কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেই করোনায় আক্রান্ত হয়েছেন এই সংগীত পরিচালক। ২৭ মার্চ ‘আরআরআর’ তারকা রাম চরণের জন্মদিনের উৎসবে ছিলেন কিরাবানি। সেই অনুষ্ঠানের পরই জানা যায় তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর।

এর আগে কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কিরণ খের। তিনি নিজেই টুইটারে নিজের আক্রান্ত হওয়ার খবর জানিয়ে তাঁর সংস্পর্শে আসা অন্যদের কোভিড পরীক্ষা করতে বলেন।

কিরণ খেরের সঙ্গে প্রায় একই সময়ে পজিটিভ হন পূজা ভাট। টুইটারে পূজা জানান, এই প্রথম কোভিড পজিটিভ হলেন তিনি। একই সঙ্গে সবাইকে মাস্ক পরারও আহ্বান জানান তিনি।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় মডেল মাহি ভিজ। করোনায় আক্রান্তদের তালিকায় সর্বশেষ নাম রাজ কুন্দ্রা। অভিনেত্রী শিল্পী শেঠির স্বামী প্রযোজক, ব্যবসায়ী রাজ কুন্দ্রার পজিটিভ হওয়ার খবর জানা গেছে বৃহস্পতিবার।

শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা
ছবি: ইনস্টাগ্রাম

এ অবস্থায় বলিউড তারকারা আবারও মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে ভক্ত-অনুসারীদের আহ্বান জানিয়েছেন।