তিন জটিল রোগে আক্রান্ত সালমান

সালমান খান। এএনআই

নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন মৌসুমে প্রথম অতিথি হয়ে ফিরে এসে ভক্তদের চমকে দিলেন সালমান খান। তবে এই অনুষ্ঠানে নিজের শারীরিক জটিলতা নিয়ে খোলামেলা কথা বলেন। অনুষ্ঠানে ৫৯ বছর বয়সী অভিনেতা বিয়ে, সম্পদ ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়েও মন খুলে কথা বলেন।

কপিল শর্মার হালকা রসিকতায় যখন বিয়ের প্রসঙ্গ উঠে আসে, তখন সালমান খান জানিয়ে দেন, এখনকার বয়সে নতুন করে জীবন শুরু করা কঠিন।

সালমান খান
এএনআই

তাঁর কথায়, ‘বিয়ে-তালাক—সবকিছুরই আবেগ আর আর্থিক মূল্য রয়েছে। এই বয়সে যদি কেউ চলে যায়, তাহলে যা আছে, তার অর্ধেকটাই হারাতে হবে। ছোটবেলায় হলে নতুন করে সব গড়ে নিতে পারতাম, এখন আর সেটা সম্ভব নয়।’

সবচেয়ে গুরুত্ব পেয়েছে তাঁর শারীরিক সমস্যার প্রসঙ্গ। সালমান খান অকপটে জানান, নানা জটিল রোগের সঙ্গে লড়াই করেও তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন। ‘প্রতিদিন আমার হাড় ভাঙছে—পাঁজর ভেঙে গেছে, তবু কাজ করছি। আমার ট্রাইজেমিনাল নিউরালজিয়া আছে, ব্রেনে অ্যানিউরিজম রয়েছে, আবার আছে এভি ম্যালফরমেশন। সবকিছু সত্ত্বেও আমি চালিয়ে যাচ্ছি,’ বলেন সালমান।

ট্রাইজেমিনাল নিউরালজিয়া হলো একটি দীর্ঘস্থায়ী স্নায়বিক রোগ, যাতে মুখে তীব্র ব্যথা হয়। সালমান ২০১৭ সালে প্রথম এই রোগের কথা জানান। তিনি বলেন, এ ব্যথা এতটাই অসহনীয় যে অনেকেই একে ‘সুইসাইড ডিজিজ’ বলে থাকেন।

আরও পড়ুন

এভি ম্যালফরমেশন (আর্থেরিওভেনাস ম্যালফরমেশন) হলো মস্তিষ্ক বা মেরুদণ্ডের রক্তনালিতে অস্বাভাবিক সংযোগ, যা স্বাভাবিক রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। ব্রেন অ্যানিউরিজম হলো মস্তিষ্কের রক্তনালির একটি দুর্বল বা ফোলা অংশ, যা ফেটে গেলে রক্তক্ষরণ হতে পারে।
এসব কঠিন রোগ সত্ত্বেও সালমান খান বলেন, ‘জীবন যত কঠিনই হোক, থেমে থাকলে চলবে না।’

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে