শিগগিরই আসছে আলোচিত সেই হরর ছবি নিয়ে নতুন ঘোষণা
আলোচিত হরর ছবি ‘তুমবাড়’। ২০১৮ সালে মুক্তির পর সেভাবে ব্যবসা করতে না পারলেও সমালোচকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। সম্প্রতি পুনরায় মুক্তি পেয়েছে ছবিটি। তবে এবার সবাইকে অবাক করে ভালো ব্যবসা করছে ছবিটি। এর মধ্যেই নতুন ঘোষণা দিলেন ছবির অভিনেতা সোহম শাহ।
১৩ সেপ্টেম্বর ছবিটি পুনরায় মুক্তির পর থেকেই অন্তর্জালে আবার ‘তুমবাড়’ নিয়ে আলোচনা। এর মধ্যেই জানা গেল ছবিটির সিকুয়েল আসছে।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহম বলেন, ‘স্ত্রী’ বা ‘স্ত্রী ২’-এর মতো হরর-কমেডি সিনেমার চেয়ে ‘তুমবাড়’ ভিন্ন ঘরানার ভৌতিক ছবি।
সোহম আরও জানান যে ‘তুমবাড়’ লোককাহিনিনির্ভর হরর ছবি। লোককথা ও কল্পনার সমন্বয়ে তৈরি হয়েছে এই সিনেমা।
তাই সেই জায়গা থেকেই এই ছবি বাকি ছবিগুলোর থেকে একেবারে আলাদা।
একই সাক্ষাৎকারে তিনি জানান, ছবিটির সিকুয়েলের কথাও। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি সোহম। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দেবে।