default-image

পেটা রণবীরের ফটোশুট করতে চায় মূলত ভেগানিজম বা নিরামিষাশী হওয়ার প্রচারণার জন্য। টুইটারে পোস্ট করা চিঠি রণবীরকে লেখা হয়েছে, ‘আশা করি আরও একবার আমাদের জন্য আপনি পোশাক ছুড়ে ফেলতে পারবেন।’ সঙ্গে দেওয়া হয়েছে হলিউড তারকা পামেলা অ্যান্ডারসনের উদাহরণও। যিনি পেটার ‘অলস অ্যানিমেল হ্যাভ দ্য সেম পার্টস-ট্রাই ভেগান’ প্রচারণার জন্য নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন। যে প্রচারণার মূল বক্তব্য, মানুষের মতোই পশুদের শরীরেও হাত, পা, বুক, পেট আছে। এদের মাংস খাওয়ার সময় খারাপ লাগে না? পেটার চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ২০১১ সালে পামেলার করা ফটোশুটের ছবিও।

default-image

রণবীরের উদ্দেশে লেখা দীর্ঘ চিঠিতে আনুশকা শর্মা, হোয়াকিন ফিনিক্স, কার্তিক আরিয়ান, নাটালি পোর্টম্যানসহ হলিউড-বলিউড তারকাদের উদাহরণ দেওয়া হয়, যাঁরা পেটার পক্ষ হয়ে ভেগানিজমের প্রচার চালাচ্ছেন।

default-image

তবে পেটার জন্য না হলেও নতুন ছবির প্রস্তুতির জন্য রণবীর ভেগান ডায়েট অনুসরণ করছেন বলে জানা গেছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের নতুন ছবি ‘রকি আউর রানি কি প্রেম কাহিনি’র প্রস্তুতি জন্য নিরামিষভোজী হয়েছেন অভিনেতা। এখন দেখা যাক পেটার আবেদনে তিনি সাড়া দেন কি না।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন