অবশেষে স্বীকার করলেন রাশমিকা...
রাশমিকা মান্দানা এখন সবচেয়ে চর্চিত ভারতীয় অভিনেত্রীদের একজন। ‘অ্যানিমেল’–এর পর তাঁর অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমাটিও সুপারহিট। ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় থাকা ‘ছাবা’ সিনেমাটির ট্রেলারও প্রশংসিত হয়েছে। সিনেমা ছাড়াও রাশমিকার প্রেম নিয়েও গত কয়েক বছরে বিস্তর চর্চা হয়েছে। আনুষ্ঠানিকভাবে অভিনেত্রী কখনো প্রেমের কথা স্বীকার করেননি। তবে এবার অভিনেত্রী নিজেই জানালেন, তিনি প্রেম করছেন।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, ‘নিজের বাড়ি, আমার জীবনে সবচেয়ে আনন্দের জায়গা। আমি সেখানে শান্তি খুঁজে পাই। মনে হয়, শিকড়ের সঙ্গে জুড়ে আছি।
আসলে সাফল্য আসবে, যাবে। এটা চিরস্থায়ী নয়। কিন্তু বাড়িতে এক অন্য শান্তি। আমার জীবনেও অনেক কাছের মানুষ আছেন। আমিও কারও বোন, কারও মেয়ে, কারও আবার সঙ্গী। জনপ্রিয়তা যার যার নিজের জায়গায়। আমি আসলে এই জীবনকে খুব উপভোগ করি।’
জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ রাশমিকার, তা-ও জানিয়েছেন তিনি। রাশমিকা বলেন, ‘যার মুখে সব সময় হাসি থাকবে। আশপাশের মানুষের প্রাপ্য সম্মান দেবে, তেমন মানুষই ভালো লাগে।’
রাশমিকার মুখে ‘কারও সঙ্গী’ কথাটা শুনেই খুশি ভক্তরা। অবশেষে অভিনেত্রী স্বীকার করেছেন, তাঁরও একজন সঙ্গী রয়েছেন। সম্পর্কের কথা স্বীকার করলেও কার সঙ্গে প্রেম করছেন, সেটা অবশ্য জানাননি দক্ষণি অভিনেত্রী। তিনি স্বীকার না করলেও অনেক দিন ধরেই গুঞ্জন, তিনি বিজয় দেবারকন্ডার সঙ্গে প্রেম করছেন।
বিজয় ও রাশমিকা জুটি বেঁধে ‘গীতা গোবিন্দাম’, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয় করেন। এর পর থেকেই তাঁদের প্রেমের খবর চাউর হয়।
যদিও দুই তারকারই কেউ সেটা স্বীকার করেননি। আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও রাশমিকা আর বিজয় প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে যান। ভারত ও ভারতের বাইরে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গেছে তাঁদের।
‘ছাবা’ ছাড়াও চলতি বছর ‘সুলতান’ সিনেমায় দেখা যাবে রাশমিকাকে। এ ছবিতে তিনি প্রথমবারের মতো সালমান খানের জুটি হয়েছেন।