সবজিওয়ালার সঙ্গে দরাদরি করে স্ত্রীর কাছে বিব্রত হন অভিনেতা
পর্দার দাপুটে অভিনেতা তিনি। কাজের ফাঁকে ফুসরত পেলে মাঝেমধ্যে সুযোগ মেলে বাজারে যাওয়ার। কিন্তু বাজার থেকে ঘরে ফিরে স্বস্তি মেলে না। কারণ, বাজার করা নিয়ে স্ত্রীর সঙ্গে একচোট বেধে যায়। একবার এক সাক্ষাৎকারে ঘরের কথা নিজেই ফাঁস করেছিলেন অভিনেতা। আজ ২৩ এপ্রিল অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক মনোজের ঘরের কথা।
মনোজ বড় হয়েছেন দারিদ্র্যের মধ্যে, তাঁর পরিবার খুব সচ্ছল ছিল না। বাজার করতেন। বাজার করতে গিয়ে দর–কষাকষি করা তাঁর অনেক দিনের পুরোনো অভ্যাস। এখন জনপ্রিয় অভিনেতা হয়েছেন বটে, কিন্তু পুরোনো অভ্যাসটা ছাড়তে পারেননি।
যখনই বাজার করতে যান, দরাদরি করতে ভোলেন না। তবে বাড়ি ফিরে বাধে ঝামেলা। অভিনেতার কথায়, ‘আমার এই কাজের জন্য আমার স্ত্রী খুব বিব্রত হয়। তখন লোকজনের সামনে এমন ব্যবহার করে, যেন আমি কোনো অপরিচিত ব্যক্তি! শাবানা একেবারেই দর-কষাকষি পছন্দ করে না।’
এমনকি সবজিওয়ালারাও তাঁর এই দরাদরি সহজভাবে নিতে পারেন না। তাঁর মতো একজন অভিনেতার ব্যক্তিত্বের সঙ্গে এই স্বভাব নাকি মানানসই নয়। বারবার এই কথা স্মরণ করিয়ে দেন সবজিওয়ালারা। ‘আরে ভাই আপনি এ রকম করছেন, খুব খারাপ দেখায়,’ বলেন অনেক সবজিওয়ালা।
মনোজের স্ত্রী শাবানাও একসময় অভিনয়জগতে ছিলেন। তিনিও সাশ্রয়ী। কিন্তু বাজারে জিনিসপত্রের দাম নিয়ে তর্কবিতর্ক করা পছন্দ না তাঁর। পরিবেশের কথা মাথায় রেখে প্লাস্টিকের থলের পরিবর্তে কাপড়ের থলে নিয়ে বাজারে যান তিনি। ব্যবহৃত জিনিসপত্রের দোকানে প্রায়ই ঢুঁ মারেন তিনি।
‘দ্য ফ্যামিলি ম্যান’ জনপ্রিয় হওয়ার পর বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও প্রচুর কাজ করছেন এই অভিনেতা। সবশেষ তাঁকে দেখা গেছে ওয়েব ফিল্ম ‘ডেসপ্যাচ’-এ। চলতি বছরই মনোজ অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ মুক্তি পাবে।