বাবার কোলে এই শিশুকে চিনতে পারছেন?

২০১০ সালে ‘দাবাং’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক। গত এক যুগে তাঁকে দেখা গেছে নানা ঘরানার সিনেমায়। গত মাসে অভিষেক হয়েছে ওয়েব সিরিজেও। আজ এই অভিনেত্রী সোনাক্ষী সিনহার জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়া টিভি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সোনাক্ষীকে নিয়ে কিছু জানা-অজানা তথ্য।
১ / ৭
মা–বাবার সঙ্গে ছোট্ট সোনাক্ষী। ১৯৮৭ সালের ২ জুন বিহারের পাটনায় জন্ম তাঁর
আইএমডবি
২ / ৭
বাবা শত্রুঘ্ন সিনহা হিন্দি সিনেমার জনপ্রিয় তারকা, তবে অভিনয়ে আসতে চাননি সোনাক্ষী। হতে চেয়েছিলেন ফ্যাশন ডিজাইনার। ২০০৫ সালে ‘মেরা দিল লেকে দেখো’ সিনেমায় কাজ করেন কস্টিউম ডিজাইনার হিসেবে। তবে সময়ের ফেরে ঠিকই অভিনয়ে নাম লেখান, শুরুটা হয় সালমান খানের সঙ্গে ‘দাবাং’ দিয়ে
ইনস্টাগ্রাম
আরও পড়ুন
৩ / ৭
অভিনয়, ফ্যাশন ডিজাইন ছাড়া সোনাক্ষীর আরেকটি আগ্রহের জায়গা ছবি আঁকা। ‘লুটেরা’ ছবিতে যে ছবিগুলো দেখা যায়, সেগুলোর কয়েকটি সোনাক্ষীরই আঁকা
আইএমডবি
৪ / ৭
অভিনয় ক্যারিয়ারের বেশির ভাগ সময় বাণিজ্যিক ছবি করেছেন, অনেকগুলো বক্স অফিসে সফল হয়েছে। কোনোটি আবার হয়েছে ব্যর্থ। তবে বিক্রমাদিত্য মোতয়ানির ‘লুটেরা’ দিয়ে সমালোচকদের কাছে প্রশংসিত হন তিনি। ছবিতে বাঙালি তরুণীর চরিত্রে অভিনয় করেন সোনাক্ষী
আইএমডবি
৫ / ৭
অভিনয়ের ক্ষেত্রে নিজের কিছু নিয়ম মেনে চলেন সোনাক্ষী—পর্দায় কখনোই চুমুর দৃশ্যে অভিনয় করেন না। পরেন না খোলামেলা পোশাক, অন্তরঙ্গ দৃশ্যের অভিনয়েও আপত্তি আছে তাঁর
এএনআই
৬ / ৭
গত মাসে ‘দাহাড়’ দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছে তাঁর। সিরিজের প্রধান চরিত্র পুলিশ অফিসার অঞ্জলির ভূমিকা সোনাক্ষীর অভিনয় প্রশংসা কুড়িয়েছে
ইনস্টাগ্রাম
৭ / ৭
৩৬-এ পা দেওয়ার কয়েক দিন আগে মুম্বাইতে নিজের ফ্ল্যাটে উঠেছেন সোনাক্ষী। এত দিন তিনি থাকতেন মা-বাবার সঙ্গে। নতুন বাড়ির ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘প্রাপ্তবয়স্ক হওয়াটা কঠিন’। সম্ভবত মা-বাবাকে ছেড়ে আলাদা হওয়ার প্রসঙ্গে এটা লিখেছেন তিনি
ইনস্টাগ্রাম