চলে গেলেন বর্ষীয়ান ভারতীয় অভিনেত্রী সীমা দেও
যাঁরা ৭০ বা ৮০-র দশকের হিন্দি সিনেমা দেখতেন, তাঁদের কাছে পরিচিত মুখ তিনি। ওই সময়ের হিন্দি সিনেমার পর্দায় সীমা দেওকে প্রায়ই দেখা যেত। ‘আনন্দ’ থেকে ‘কোরা কাগজ’—গত শতকের বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন সীমা। হিন্দি ও মারাঠি, দুই চলচ্চিত্র জগতেই তাঁর সফল ক্যারিয়ার। বৃহস্পতিবার মারা গেছেন এ বর্ষীয়ান অভিনেত্রী। অশীতিপর অভিনেত্রীর মৃত্যুর খবর দেন তাঁর ছেলে, পরিচালক অভিনয় দেও। বিগত তিন বছর ধরে, সীমা দেও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
অভিনেত্রীর ছেলে অভিনয় দেও এদিন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বান্দ্রায় তাঁর নিজের বাড়িতেই সকাল সাড়ে ৮টা-৯টা নাগাদ বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর মায়ের। দীর্ঘদিন ধরে মা আলঝেইমারসে ভুগছিলেন। তবে সেই অসুখ ছাড়া মা-র শারীরিক পরিস্থিতি এমনিতে খুব যে খারাপ ছিল, তা বলা চলে না।’
মাত্র বছর তিনেক আগে ২০২০ সালে লকডাউনের সময়ে অভিনেত্রী সীমা সাউয়ের শারীরিক অবস্থার কথা টুইটারে জানিয়েছিলেন তাঁর আরেক ছেলে আজিঙ্কা দেও। সেই সময় তিনি লিখেছিলেন, ‘আমার মা যিনি ভারতীয় ছবির জগতে একজন প্রখ্যাত অভিনেত্রী, এই মুহূর্তে আলঝেইমারসে আক্রান্ত। আমরা গোটা দেও পরিবার তাঁর সুস্থতা প্রার্থনা করছি। আশা করব যে মহারাষ্ট্রের মানুষ তাঁকে এত ভালোবাসা দিয়েছেন, সেই দর্শকেরাও তাঁদের প্রিয় অভিনেত্রীর সুস্থতা কামনা করবেন।’
সীমা দেও তাঁর কর্মজীবনে আশিটির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর কাজের মধ্যে ‘জগচ্যা পথিভার’, ‘বরদক্ষিণা’ ও অন্যান্য মারাঠি ছবি উল্লেখযোগ্য। তাঁর শেষ অভিনীত ছবি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ভাষায় ‘জীবন সান্ধ্য’, সেখানেও তাঁর অভিনয়দক্ষতায় মুগ্ধ হন দর্শক।
অভিনেত্রী তাঁর সাফল্যের বেশির ভাগ কৃতিত্ব দিয়েছেন তাঁর মেন্টর রাজা পরানজাপেকে। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে যা যা জয় করেছি, তার সবটাই আমার গুরু রাজা পরানজাপের জন্য। তিনি আমাকে কেবল অভিনয় করাই শেখাননি, ন্যাচারাল অভিনয় কীভাবে করতে হয়, তা শিখিয়েছিলেন।
অভিনেত্রীর স্বামী রমেশ দেওও হিন্দি ছবির পরিচিত মুখ ছিলেন।
পাশাপাশি, অজিঙ্কা এবং অভিনয় দেওকেও বলিউডে একাধিক ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সীমার স্বামী রমেশ গত বছরে অর্থাৎ ২০২২-এ বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। এবার স্ত্রী সীমাও সেই অনন্ত পথের যাত্রী হলেন। ১৯৬০ সালে বিয়ে হয় তাঁদের। সীমা দেওর দুই ছেলে, অভিনয় দেও ও আজিঙ্কা দেও।