অভিনেত্রী হয়ে উঠতে বছরের পর বছর ধৈর্য ধরতে হয়েছে
সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন শর্বরী বাগ। এরপর যশরাজ ফিল্মসের ‘বান্টি অউর বাবলি টু’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তবে অভিষেক ছবিতে সেভাবে দর্শকের মন জয় করতে পারেননি শর্বরী। এবার তিনি জন আব্রাহামের সঙ্গে আসতে চলেছেন ‘ভেদা’ ছবিতে। এ ছবিটিতে এক শক্তিশালী চরিত্রে ধরা দিতে চলেছেন শর্বরী। নিখিল আদভানি পরিচালিত ছবিটি ঘিরে অত্যন্ত আশাবাদী এই অভিনেত্রী। সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি ব্যক্তি করেছেন শর্বরী।
‘পেয়ার কা পঞ্চনামা’, ‘বাজিরাও মস্তানি’, সোনু কে টিটু কি সুইটি’ ছবিতে সহকারী পরিচালকের দায়িত্ব সামলেছেন শর্বরী। এবার অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে চান তিনি। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার বাসনা ছিল তাঁর। সম্প্রতি এক বিবৃতিতে শর্বরী বলেছেন, ‘সবাই প্রশ্ন করেন, আমি বেড়ে ওঠার সময় কী হতে চেয়েছিলাম? আমার একটাই উত্তর—আমি সব সময় অভিনেত্রী হতেই চেয়েছি।
সত্যি বলতে এটা মুখে বলা অনেক সহজ ছিল। কারণ, অভিনেত্রী হয়ে উঠতে বছরের পর বছর ধরে আমাকে ধৈর্য ধরতে হয়েছে। কাজের প্রতি ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে। নিজের প্রতিভাকে ঘষামাজা করেছি, অনিশ্চয়তার ভয়কে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। নিজের প্রতি যে অনাস্থা ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি ক্রমাগত। হারিয়ে যাওয়ার ভয়কে জয় করার চেষ্টা করেছি।’
বলিউডের এই নবাগতা নায়িকা আরও বলেছেন, কারও সহযোগিতা ছাড়াই তিনি বলিউডে পা রেখেছিলেন। এখন পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছেন।
তিনি বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য আমি যে ছবিতেই অভিনয় করি না কেন, তা হিট হতে হবে বা প্রশংসিত হতে হবে। এই পথ চলতে চলতে আমি কয়েকজন পথপ্রদর্শক পেয়েছি। যাঁদের আমি অভিভাবক মনে করি। নিখিল আদভানি স্যার (পরিচালক) আমার চলার পথের এক উজ্জ্বল আলো, তিনি আমার প্রতি আস্থা রেখেছেন। তবে নিজের প্রতি নিজের আস্থা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাও মনে করিয়ে দিয়েছেন। তিনি আমাকে ভেদার মতো ছবিতে কাজ করার সুযোগ দিয়েছেন।’
এই সিনেমার সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শর্বরী বলেছেন, ‘এই সৃজনশীল দলের এক অংশ হতে পেরেছি, এ জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।
জন (আব্রাহাম) স্যারকে আমি ধন্যবাদ জানাতে চাই; তিনি হলেন অ্যাকশনের গুরু। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি উৎফুল্ল। সব ক্ষেত্রেই তাঁর পরামর্শ নিয়েছি।’
‘ভেদা’ ছবিতে জন ও শর্বরী ছাড়া আছেন তামান্না ভাটিয়া, আশিস বিদ্যার্থী, অভিষেক ব্যানার্জি। ছবিটি ১২ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে।