‘গ্রামের মেয়ে’ বলে বিদ্রূপ করা হতো ম্রুণালকে

সমালোচক প্রশংসিত ও ব্যবসায়িক সাফল্য পাওয়া সিনেমায় দেখা গেছে ম্রুণাল ঠাকুরকে। বিশেষ করে ‘সীতা রমম’-এর পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। তবে তাঁর জন্য এই যাত্রা সহজ ছিল না। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন ম্রুণাল। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে
১ / ৪
ম্রুণাল ঠাকুর জানান, ‘গ্রামের মেয়ে’ বলে বিদ্রূপের শিকার হয়েছেন তিনি। বিশেষ করে অডিশনের সময়। এক আলোকচিত্রী তাঁকে ‘গ্রামের মেয়ে’ বলে বিদ্রূপ করেছিলেন। পরে অবশ্য তিনি দুঃখপ্রকাশ করেন। কিন্তু ওই কথায় তিনি এতটাই আহত হয়েছিলেন যে এখনো তা মনে রেখেছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৪
সাক্ষাৎকারে ম্রুণাল আরও বলেন, অভিনয়শিল্পীদের পর্দায় নানাভাবে হাজির হতে হয়। তাঁর অভিনয় নিয়ে যে কেউ ভালো লাগা বা মন্দ লাগার কথা বলতেই পারেন। কিন্তু ব্যক্তিগত আক্রমণ কাম্য নয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৩ / ৪
ম্রুণালকে সর্বশেষ দেখা গেছে গত ডিসেম্বরে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘হাই নানা’য়। সৌরযুব পরিচালিত এ সিনেমায় তাঁকে দেখা গেছে নানির সঙ্গে। সমালোচকদের প্রশংসার সঙ্গে সিনেমাটি ব্যবসায়িক সাফল্যও পায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৪
চলতি বছর হিন্দি ও দক্ষিণি মিলিয়ে বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। এর মধ্যে আছে ‘ফ্যামিলি স্টার’, ‘পূজা মেরি জান’ ইত্যাদি। ছবি: ইনস্টাগ্রাম থেকে