সালমানকে হত্যার জন্য পাকিস্তান থেকে অস্ত্র আনার পরিকল্পনা!
গত ১৫ এপ্রিল বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই বাইক আরোহী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে অভিনেতার ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টের বাইরে। বুলেট গিয়ে লাগে সালমানের বাড়ির দেয়ালে। গুলি চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। এ ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনার তদন্তভার যায় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট চারজন। যার মধ্যে একজন জেলে আত্মঘাতী হন। আর এবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে, সালমানকে খুন করতে পাকিস্তান থেকে অস্ত্র এনেছিল বিষ্ণোই গ্যাং। খবর টাইমস অব ইন্ডিয়ার
মুম্বাই পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভারতের আহমেদাবাদ, হায়দরাবাদ থেকে ধনঞ্জয় সিং, তাপে সিং ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া, ওয়াসিম চিকনা, জাভেদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন নাকি সালমানের পান ভিলের বাগানবাড়িতে এসে থেকেও গেছে। এটা ছিল আসলে অভিনেতাকে হত্যার পরিকল্পনার অংশ। এমনকি এক ব্যক্তির মাধ্যমে তাঁরা পাকিস্তান থেকে অস্ত্র আনাবে বলেও ঠিক করেছিলেন।
সালমান খানের সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিবাদ পুরোনো। এর আগেও একাধিকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে লরেন্সের দল। এই দফায় তাঁর বাড়িতে হামলার ঘটনার দায়ভার এক ফেসবুক পোস্টে স্বীকার করেছেন আনমোল লরেন্স।
সালমান খান ৪০ বছর ধরে নিজের পরিবারের সঙ্গে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ থাকেন। আটতলা এই আবাসনের নিচতলায় ভাইজান একা থাকেন। আর তাঁর পরিবার এই আবাসনের প্রথম তলায় থাকে।