হতে চেয়েছিলেন অর্থোপেডিক, হয়ে গেলেন ‘ডক্টর জি’
‘বেরেলি কি বরফি’, ‘বাধাই হো’ থেকে ‘ড্রিম গার্ল’—সোশ্যাল কমেডি ছবিতে টানা সাফল্য পেয়েছেন আয়ুষ্মান খুরানা। মাঝে অভিনেতাকে দেখা গেছে ভিন্ন ধারার ছবি ‘অনেক’-এ, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তবে মুক্তির অপেক্ষায় থাকা ‘ডক্টর জি’তে পাওয়া যাবে পুরোনো আয়ুষ্মানকে।
২০ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার, মুক্তির পর থেকেই বলা যায় নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছে। ছবিতে আয়ুষ্মানকে দেখা যাবে স্ত্রীরোগ–বিশেষজ্ঞ হয়ে। আয়ুষ্মান অভিনীত মেডিকেল ক্যাম্পাস কমেডি-ড্রামা ছবি ‘ডক্টর জি’।
ছবিটি পরিচালনা করেছেন অনুভূতি কাশ্যপ। নামের শেষে কাশ্যপ দেখে নিশ্চয় জানতে ইচ্ছা করছে তিনি পরিচালক অনুরাগ কাশ্যপের কেউ হন কি না। হন, উনি অনুরাগের বোন। এ ছবি দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে অনুভূতির। আগে পরিচালনায় অভিষেক হয়েছে অনুরাগের ভাই অভিনবর।
ট্রেলারে দেখা গেছে, অর্থোপেডিক চিকিৎসক হতে চাওয়া মেডিকেল শিক্ষার্থী আয়ুষ্মান হয়ে যান স্ত্রীরোগ–বিশেষজ্ঞ। তারপর ঘটতে থাকে মজার কাণ্ড। সামাজিক মাধ্যমে এই সিনেমার ট্রেলার মুক্তির পর ইউটিউবে ২ দিনে ২৩ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবির মুক্তির দিন ঘোষণা করে আয়ুষ্মান লিখেছেন, ‘জীবন আমার পুরো গুগলি, হতে চেয়েছিলাম অর্থোপেডিক, হয়ে গেলাম ডক্টর জি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রস্তুত হোন।’ অনুভূতি কাশ্যপ পরিচালিত এ সিনেমায় আয়ুষ্মান খুরানা ছাড়া আরও অভিনয় করেছেন রাকুল প্রীত সিং ও শেফালি শাহ।