দক্ষিণের গরবে গরবিনী

শ্রুতি হাসান
ছবি : সংগৃহীত

ভারতজুড়ে বেশ ভালোভাবেই বইছে দক্ষিণি ঝড়। হিন্দি ছবি যেখানে হালে পানি পাচ্ছে না, সেখানে দক্ষিণি ছবির জয়জয়কার। দক্ষিণি ছবির দাপটে ক্রমে খারাপ হচ্ছে বলিউডের হাল; বলিউডের নির্মাতা, অভিনেতাদের কপালে চিন্তার ভাঁজ। ছায়াছবির দুনিয়ার সাম্প্রতিক এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন তারকা ভিন্নমত পোষণ করেছেন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন দক্ষিণের প্রভাবশালী অভিনেতা কমল হাসান-সারিকা দম্পতির কন্যা শ্রুতি হাসান। দক্ষিণি নায়িকা হলেও অনেক হিন্দি ছবিতেও কাজ করেছেন শ্রুতি।

শ্রুতি হাসান
ছবি : সংগৃহীত

দক্ষিণ বনাম উত্তর প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সাম্প্রতিক ধারা দেখে মনে হচ্ছে, আমাদের (দক্ষিণ) জন্য বিশালসংখ্যক দর্শক আগে থেকেই ছিলেন। দক্ষিণি ছবি হিন্দিতে ডাব করার জন্যই এই ধারা তৈরি হয়েছে বলা যায়। অনেক আগে থেকেই বিপুলসংখ্যক দর্শক দক্ষিণি ছবি দেখতে পছন্দ করেন। তবে এ বিষয়কে আগে আমরা এতটা গুরুত্ব দিইনি। দক্ষিণি ছবির জন্য আমরা এখন যেভাবে প্রচার করছি, আগে সেভাবে করিনি। আজকের এই বদলের পেছনে আছে ওটিটি। বিনোদন দুনিয়ায় ওটিটি অনেকটাই বদল এনেছে। “বাহুবলী”র মতো ছবি দক্ষিণি ছবির সামনে এক বিশাল দরজা খুলে দিয়েছে।’=

শ্রুতি হাসান
ছবি: ইনস্টাগ্রাম

একজন অভিনয়শিল্পী হিসেবে কখনোই কোনো একটা ইন্ডাস্ট্রিকে তাঁর প্রিয় বলে জাহির করতে চান না শ্রুতি। তবে দক্ষিণি কন্যা হিসেবে দক্ষিণি ছবির বাড়বাড়ন্তে তিনি গর্ব বোধ করেন। এই তারকাকন্যা বলেন, ‘প্রত্যেকের কাছেই এখন দক্ষিণ ভারতীয় ছবি দেখার সুযোগ আছে। একজন দক্ষিণ ভারতীয় হিসেবে আমি গর্বিত। তবে আমি বলিউড ইন্ডাস্ট্রিরও অংশ। হিন্দি ছবির ঐতিহ্য থেকে আমি এসেছি। আর এ কারণে আমি আমার মাকে (সারিকা) ধন্যবাদ জানাতে চাই। আমি কখনোই বলতে চাইছি না যে একটা ইন্ডাস্ট্রি আরেকটির চেয়ে ভালো। আমরা সবাই চাই, সব বিনোদন ইন্ডাস্ট্রি ফুলেফেঁপে উঠুক। আমরা দর্শককে যথাযথ মর্যাদা দিতে চাই। সেসব ছবি উপহার দিতে চাই, যা তাঁরা চান।’

শ্রুতি হাসান
ছবি : সংগৃহীত

“দ্য আই” নামের একটি আন্তর্জাতিক ছবিতে সম্প্রতি যুক্ত হয়েছেন শ্রুতি। ডাফেন শোমন পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলারটিতে শ্রুতির সঙ্গে আছেন স্কটিশ অভিনেতা মার্ক রাওলে।

আরও পড়ুন