৯ বছরে ৯ সিনেমা, ১৩০০ কোটি টাকা আয়

গত কয়েক বছরে হিন্দি সিনেমায় যে কয়েকজন অভিনেত্রী ধারাবাহিকভাবে সফল হয়েছেন, কিয়ারা আদভানি তার অন্যতম। মাত্র নয় বছরের ক্যারিয়ারেই বলিউডের শীর্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। বলিউড হাঙ্গামা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক কিয়ারার সিনেমার সাফল্য-ব্যর্থতার খতিয়ান।  
১ / ৭
২০১৪ সালে কমেডি সিনেমা ‘ফাগলি’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক কিয়ারা আদভানির। ছবিটি বক্স অফিসে তেমন ভালো করতে পারেনি, ১২ কোটি ২৮ লাখ রুপি আয় করে ফ্লপ তকমা পায়। দুই বছর অবশ্য ‘এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে সাফল্য পান। মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে নির্মিত ছবিটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন কিয়ারা। ছবিটি ১৩৩ কোটি রুপি আয় করে। ইনস্টাগ্রাম
২ / ৭
২০১৭ সালে রোমান্টিক থ্রিলার ‘মেশিন’-এ অভিনয় করেন কিয়ারা। ছবিটি আয় করে মাত্র ৩ কোটি রুপির কিছু বেশি। এর পরের বছরই ব্যাপকভাবে আলোচনায় আসেন অভিনেত্রী। সেটা অবশ্য সিনেমা নয়, ওটিটিতে মুক্তি পাওয়া অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ দিয়ে। ইনস্টাগ্রাম
আরও পড়ুন
৩ / ৭
এই সাফল্যের পথ ধরে আসে ‘কবির সিং’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করে প্রায় ২৮৭ কোটি রুপি। এই এক সিনেমা দিয়েই হিন্দি সিনেমার প্রযোজকদের প্রিয় পাত্রী বনে যান কিয়ারা। তাঁর পরের ‘গুড নিউজ’ও ১২৭ কোটি রুপি ব্যবসা করে। ইনস্টাগ্রাম
৪ / ৭
জোড়া সাফল্যে একের পর এক সিনেমার প্রস্তাব পেতে থাকেন কিয়ারা। তবে কোভিডের কারণে কিছুটা বিরতি পড়ে। এর মধ্যে ‘ইন্দু কি জওয়ানি’ সিনেমাটি মুক্তি পায়। ফ্লপ ছবিটি আয় করে মাত্র ১ কোটি ৬ লাখ রুপি। ইনস্টাগ্রাম
৫ / ৭
২০২২ সালে দারুণভাবে ঘুরে দাঁড়ান কিয়ারা। প্রথমে ‘যুগ যুগ জিয়ো’, পরে ‘ভুল ভুলাইয়া ২’ ভালো ব্যবসা করে। গত বছর বলিউডের মন্দার বাজাজেও ছবি দুটি যথাক্রমে ৮৫ কোটি ও ১৮৫ কোটি রুপি আয় করে। ইনস্টাগ্রাম
৬ / ৭
চলতি বছরে কিয়ারার একটিই সিনেমা মুক্তি পেয়েছে—‘সত্যপ্রেম কি কথা’। গত ২৯ জুন মুক্তির পর ছবিটি প্রায় ৭৮ কোটি রুপি আয় করেছে। সুপারহিট না হলেও মোটামুটি ব্যবসা করেছে ছবিটি। ইনস্টাগ্রাম
৭ / ৭
সব মিলিয়ে গত নয় বছরে কিয়ারা অভিনীত নয়টি সিনেমা মুক্তি পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় সিনেমাগুলো ব্যবসা করেছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। ইনস্টাগ্রাম