ফিলিস্তিনের পক্ষে কথা বলে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন, এই তারকার আজ জন্মদিন

স্বরা ভাস্করইনস্টাগ্রাম থেকে

বলিউডের মেধাবী অভিনেত্রীদের মধ্যে একজন স্বরা ভাস্কর। সাধারণত বিতর্কিত মন্তব্য করে নেট দুনিয়ায় সাড়া ফেলে দেন স্বরা। স্পষ্ট কথা বলে অনেকেরই চক্ষুশূল তিনি। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন স্বরা। শুধু তা–ই নয়, প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন অভিনেত্রী। আজ তাঁর ৩৬তম জন্মদিন।

গত বছরই রাজনীতিক ও সমাজকর্মী ফাহাদ আহমেদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। ২০২০ সালে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলা আন্দোলনে অংশ নেন স্বরা। সেখানেই ফাহাদের সঙ্গে পরিচয়। এরপর প্রেম থেকে পরিণয়। বিয়ের চার মাসের মাথায় স্বরা জানান তিনি সন্তানসম্ভবা। একই বছরে কন্যা রাবিয়াকে স্বাগত জানান এই জুটি।

স্বরা ভাস্কর
ছবি: ইনস্টাগ্রাম

জন্মদিনের দিনটি পরিবারের সঙ্গে কাটিয়েছেন স্বরা। তাঁর কেক কাটার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন স্বামী ফাহাদ।

স্বরা ভাস্কর
ছবি: ইনস্টাগ্রাম

ক্যাপশনে স্বরার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়, আমাদের জীবনকে ম্যাজিক ল্যাম্পের মতো আলোকিত করার জন্য তোমাকে ধন্যবাদ।’ উত্তরে স্বামীর প্রতি ভালোবাসা দেখিয়েছেন স্বরাও। সম্প্রতি মেয়ের অন্নপ্রাসন করেছেন এই দম্পতি।

মেয়ে ও স্বামীর সঙ্গে স্বরা ভাস্কর
ছবি: ইনস্টাগ্রাম

সামনে স্বরাকে দেখা যাবে নারীকেন্দ্রিক ছবি ‘মিসেস ফলানি’–তে। মনীশ কিশোর পরিচালিত ছবিতে নয়টি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ‘মিসেস ফলানি’ ছোট শহরের পটভূমিতে নির্মিত। মুম্বাই, দিল্লির মতো বড় শহরের বাইরে ভারতের ছোট শহরগুলোর মেয়েদের স্বপ্ন ও স্বপ্নভঙ্গ নিয়ে ছবির গল্প।
‘তনু ওয়েডস মনু’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘ভিরে ডি ওয়েডিং’, ‘রানঝানার’সহ বহু সিনেমায় নিজের অভিনয়দক্ষতা দেখিয়েছেন এই অভিনেত্রী।

স্বরা ভাস্কর