সাড়া ফেলেছে শহীদ-কৃতির ‘এআই’ প্রেমের গল্পে

‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’ ছবিতে শহিদ ও কৃতি। আইএমডিবি

ভালোবাসার মাস বলে কথা। তবে এবার মন মজেছে ‘এআই ভালোবাসায়’! হ্যাঁ, বলছি শহীদ কাপুর-কৃতি শ্যাননের ‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’ সিনেমার কথাই। এককথায় ছবিটি লুফে নিয়েছেন দর্শক, ভক্ত সমালোচকেরা। এক ‘এআই নারী’ ও ইঞ্জিনিয়ারের প্রেমে এখন উত্তাল ভারতের বক্স অফিস। তাহলে কি এখন রক্ত-মাংসের মানুষের বদলে এআই নারী-পুরুষের প্রেমে পড়তে চায় নতুন প্রজন্ম?

‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’ ছবিতে শহিদ ও কৃতি। আইএমডিবি

কৃতি শ্যাননই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী, যিনি এআই নারীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তাঁর প্রেমিক শহীদ কাপুর  ইঞ্জিনিয়ার। গত ৯ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস সপ্তাহে মুক্তি পায় সিনেমাটি।

প্রথম দিনে ছবিটি আয় ছিল ৭ কোটি রুপি। তখনই বোঝা যাচ্ছিল, ভালোবাসার মাসে শহীদ-কৃতির রসায়নে বুঁদ হবেন দর্শকেরা। হয়েছেও তা-ই।

‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’ ছবিতে শহিদ ও কৃতি। আইএমডিবি

দর্শকেরা বলছেন, ছবিটি দেখে হল থেকে বের হওয়ার পর তার রেশ থেকে যায় অনেকটা সময়। শেষের ৩০ মিনিটে নাকি নিজেদের সেরাটা দিয়েছেন শহীদ-কৃতি।

আরও পড়ুন

এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল; অর্থাৎ মুক্তির দ্বিতীয় দিনে ছবিটির বক্স অফিস সংগ্রহ ৯ কোটি ৫০ লাখ রুপি। এই আয় কেবল ভারত থেকে।

অন্যদিকে বিশ্বজুড়ে সিনেমার আয় ছিল ২০ কোটি ২০ লাখ রুপি, যা দেখে উচ্ছ্বসিত পরিচালক, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে ছবির কলাকুশলীরা।

ছবির প্রচারে কৃতি। এএফপি

ছবিটি নিয়ে এক্সে এক পোস্ট দেন সিনেমা বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা। তিনি লিখেছেন, ‘দ্বিতীয় দিনে “তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া” একলাফে বিশ্বজুড়ে ২০ কোটি রুপির বেশি আয় করেছে। সামনে রোববার।’

আরেক পোস্টে কৃতির অভিনয়ের প্রশংসা করেন তিনি। লিখেছেন, ‘ছবিটিতে কৃতির অভিনয় এককথায় অসাধারণ। রোবোট হিসেবে তাঁর অভিব্যক্তিগুলো একেবারেই নিখুঁত।’

এ ছাড়া সিনেমা বিশ্লেষকেরা বলছেন, ভালোবাসা দিবসের আগের দিনও ভালো ব্যবসা করবে রোবোট আর মানুষের ভালোবাসার ছবিটি। আর ভ্যালেন্টাইন ডেতে বক্স অফিসে ঝড় তুলবে ‘তেরে বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’।

ছবিটি পরিচালনা করেছেন অমিত যোশি ও আরাধনা শাহ। সায়েন্স ফিকশন রোমান্টিক কমেডি ঘরানার ছবি এটি। ছবিতে শহীদ ও কৃতি ছাড়া আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র ও ডিম্পল কাপাডিয়া।