অদিতি এখন জানেন কী করতে চান

অদিতি রাও হায়দারি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এর আগে ইতিহাসের পাতা থেকে একাধিক চরিত্রকে পর্দায় জীবন্ত করেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। আবার তাঁকে এক পিরিয়ড ড্রামায় দেখা যাবে। সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ওয়েব সিরিজে অদিতি ‘বিব্বো জান’ হয়ে আসতে চলেছেন। বলিউডের মাটিতে নিজের জমি পাকাপোক্ত করা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন অদিতি।

যেকোনো অভিনেত্রী বানসালির ছবিতে অভিনয়ের স্বপ্নে মশগুল থাকেন। অদিতি ছোট থেকেই এমন স্বপ্নের জাল বুনতেন।

অদিতি রাও হায়দারি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এ ক্ষেত্রে ভাগ্য অদিতির সহায়। তাই তিনি বানসালির দুটি প্রকল্পে অভিনয় করলেন।‘ পদ্মাবত’-এর পর পরিচালকের ‘হীরামন্ডি’তেও দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন

বানসালির সঙ্গে কাজের অভিজ্ঞতার প্রসঙ্গে অদিতি বলেন, ‘আমার এই চরিত্রে অনেকগুলো স্তর আছে। তাই চরিত্রের গভীরতায় যাওয়ার জন্য আমাকে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বানসালির সঙ্গে কাজ করা মানে নিজেকে সম্পূর্ণভাবে তাঁর কাছে সঁপে দেওয়া। তাঁর সেটে নিজেকে খেলার মাঠের এক শিশু মনে হবে। তবে উনি সব সময় শক্ত করে হাত ধরে রেখেছিলেন। উনি এভাবেই সবাইকে আগলে রাখেন। সেটে আমি নিজেকে তাঁর কাছে সমর্পণ করেছিলাম।’

অদিতি বহিরাগত হয়েও বলিউড ইন্ডাস্ট্রিতে জাঁকিয়ে বসেছেন। একসময় এখানে একটা সুযোগের আশায় তাঁকে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। এ প্রসঙ্গে অদিতি বলেছেন, ‘প্রত্যেককেই সংগ্রাম করতে হয়।

অদিতি রাও হায়দারি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তবে তারকাসন্তান আর বহিরাগতর মধ্যে পার্থক্য যে তারা যদি দশটা সুযোগ পায়, তাহলে আমরা মাত্র একটা সুযোগ পাই। তবে সবকিছু নির্ভর করছে দর্শক আর পরিচালকের ওপর। এ জন্য নিজেকে দীর্ঘ সময়ের জন্য প্রাসঙ্গিক রাখতে হবে। নিজের প্রতিভাকে ধরে রাখতে হবে।’

ক্যারিয়ারের শুরুর দিনগুলো মনে করে অভিনেত্রী আরও বলেছেন, ‘আমি যখন প্রথম মুম্বাইয়ে এলাম, জানতাম না যে এই শহরে কীভাবে টিকে থাকব। শুধুই জানতাম, আমাকে টিকে থাকতে হবে। আর অভিনেত্রী হতে হবে। আমাকে পথ দেখানোর মতো কেউ তখন ছিল না। আমি দিশাহারা ছিলাম। তবে কাজ করতে করতে অনেক কিছু শিখেছি। এখন আমি নিজের লক্ষ্যের ব্যাপারে খুব স্পষ্ট। আমি জানি কী করতে চাই।’
বানসালি পরিচালিত ‘হীরামন্ডি’ আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। এ সিরিজে অদিতি ছাড়া আছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন সেহগল।