নানা চরিত্রের নেশা

নতুন ছবিতে নতুন লুকে হাজির হবেন কৃতি
ইনস্টাগ্রাম

নানা চরিত্রে নিজেকে আবিষ্কারের নেশায় মেতেছেন কৃতি শ্যানন। সেই তাগিদ থেকেই ‘আদিপুরুষ’, ‘গণপথ’, ‘শেহজাদা’র মতো ভিন্ন ধারার ছবি লুফে নিয়েছেন এই বলিউড অভিনেত্রী। মুক্তি আসন্ন ‘ভেড়িয়া’তেও অন্য এক রূপে ধরা দেবেন কৃতি। অমর কৌশিক পরিচালিত হরর-কমেডি ছবিটিতে কৃতি ও বরুণ ধাওয়ান জুটি। বরুণের সঙ্গে জুটি প্রসঙ্গে কৃতি বলেন, ‘এই ছবিতে আমি শুধু বরুণের প্রেমিকা নই, এর বাইরেও চরিত্রটার গুরুত্ব আছে।’ কৃতিকে ছবিতে ডা. অনিকা কোঠার ভূমিকায় দেখা যাবে।

‘ভেড়িয়া’র শুটিংয়ে বরুণ ও কৃতি
ছবি : সংগৃহীত

নিজের চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘চরিত্রটি একেবারে ভিন্ন। অভিনয় করাটা একটু কঠিন ছিল। ছবিতে আমার লুকও অন্য রকম। দেখে সবাই চমকে উঠবে। মনে হবে সত্যিই কি এটা কৃতি? “ভেড়িয়া”র মতো বিনোদনমূলক চিত্রনাট্য আগে পাইনি। চিত্রনাট্য শুনে খুশিতে লাফিয়ে উঠেছিলাম। এই ছবি সত্যিই ব্যতিক্রমী। ভারতীয় সিনেমাতে এ ধরনের ছবি আগে হয়নি। অন্য ধারার ছবিতে ভিন্ন বেশে আমি—সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা।’

‘ভেড়িয়া’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে বরুণ ও কৃতি
ছবি : সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রিতে আট বছর পার করতে চলেছেন কৃতি। নিজের এই চলচ্চিত্র-সফর থেকে কী শিখেছেন, জানতে চাইলে এই বলিউড নায়িকা জানিয়েছেন, ‘সব থেকে বড় শিক্ষা পেয়েছি যে সফলতা ও ব্যর্থতা আপেক্ষিক। প্রতিদিনই এসবের সংজ্ঞা বদলে যায়। সব সময় তাই নিজের অন্তরের কথা শোনা উচিত। আর নিজেকে যেটা সন্তুষ্ট করে আর আনন্দ দেয়, সেটাই করা উচিত। হাজার লোক হাজার উপদেশ দেবে। কিন্তু শেষ পর্যন্ত নিজের মানসিক খুশি আর শান্তি বড় কথা।’

কৃতি শ্যানন
ইনস্টাগ্রাম

ভবিষ্যতে কৃতিকে বেশ কয়েকটি ভিন্ন স্বাদের ছবিতে দেখা যাবে। যার মধ্যে একটি নাম ঠিক না হওয়া অমিত যোশীর সিনেমা। শহীদ কাপুরের বিপরীতে এক ‘রোবট’-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে শহীদ রোবটবিশেষজ্ঞ। রোমান্টিক ঘরানার ছবিটির শুটিং এর মধ্যেই শুরু হয়ে গেছে।
মুক্তির অপেক্ষায় আছে কৃতির ‘গণপথ’, ‘আদিপুরুষ’-এর মতো বড় বাজেটের ছবি।

আরও পড়ুন
আরও পড়ুন