এআই দিয়ে সালমান, শাহরুখের পর শাকিব খানকেও সাইফ আলী খানের কাছে নেওয়া হলো

গত বুধবার রাতে হামলা করা হয় সাইফ আলী খানের ওপর। হামলার পর থেকেই সাইফ আলী খান হাসপাতালে ভর্তি। এই সময়ে শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর কাছে পরিবারের বাইরের কাউকে আসতে দেওয়া হয়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ, সালমান খানেরা দেখা করেছেন তাঁর সঙ্গে। সামনে এসেছে সেসব ছবি। মূলত এআই দিয়েই তৈরি করা হয়েছে ছবিগুলো। একনজরে দেখে নিতে পারেন
১ / ৫
ছবিটি নিয়ে বলা হচ্ছে, বলিউড অভিনেতা সালমান খান হাসপাতালে সাইফ আলী খানকে দেখতে যান। ছবিটি আসলে এআই দিয়ে করা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
২ / ৫
ছবিতে দেখা যাচ্ছে সাইফ আলী খান শুয়ে আছেন। মন খারাপ। তাঁর দিকে তাকিয়ে আছেন আরেক অভিনেতা শাহরুখ। অনেকেই ধারণা করছেন, সাইফকে দেখতে গিয়েছিলেন তিনি। তবে ছবিটি এআই দিয়ে তৈরি করা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৩ / ৫
অমিতাভ বচ্চন দেখতে গিয়েছেন সাইফ আলী খানকে, এই ছবিও এআই দিয়ে তৈরি করা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৪ / ৫
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে রয়েছেন সাইফ আলী খান। পাশে চিন্তিত স্ত্রী কারিনা কাপুর। এটাও এআই দিয়ে তৈরি করা।
৫ / ৫
ফেসবুকে পোস্ট করা ছবিগুলোর নিচে একজন শাকিব খান–ভক্ত মন্তব্য করেছেন এআই দিয়ে শাকিব খানকে সাইফ আলী খানের পাশে নিয়ে যাওয়া যায় না? দেরি না করে এক ভক্ত সঙ্গে সঙ্গে এআই দিয়ে সাইফ আলী খানের কাছে নিয়ে গেলেন শাকিব খানকে
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
আরও পড়ুন