সালমানের ফিরিয়ে দেওয়া যে ৫ সিনেমা ব্লকবাস্টার হয়েছিল
শুটিং শিডিউল অন্য সিনেমার সঙ্গে সাংঘর্ষিক হওয়া, চরিত্র পছন্দ না হওয়া—নানা কারণেই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন অভিনয়শিল্পীরা। ফিরিয়ে দেওয়া সিনেমাগুলো অনেক সময় ব্লকবাস্টার হিটও হয়। সব অভিনয়শিল্পীর ক্যারিয়ারেই কমবেশি এমন সিনেমা থাকে। আছে বলিউড তারকা সালমান খানেরও। মিড ডে অবলম্বনে জেনে নেওয়া যাক সালমানের ফিরিয়ে দেওয়া এমন পাঁচ সিনেমার কথা, যেগুলো পরে ব্লকবাস্টার হিট হয়েছিল।
‘বাজিগর’
আব্বাস-মাস্তানের আলোচিত এ সিনেমার প্রস্তাব প্রথমে যায় সালমান খানের কাছে। সালমান নিমরাজি ছিলেন, হয়তো রাজি হয়েও যেতেন।
কিন্তু বাদ সাধেন তাঁর বাবা চিত্রনাট্যকার সেলিম খান। তিনি পরামর্শ দেন, সিনেমার মূল চরিত্রের সঙ্গে তার মায়ের সম্পর্ক পর্দায় তুলে ধরতে আরও আবেগ দরকার। চিত্রনাট্যে বিষয়টি যোগ করার পরামর্শ দেন। তবে নির্মাতাদ্বয় রাজি হননি, সিনেমাটিও আর করা হয়নি সালমানের।
‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’
১৯৯৫ সালে মুক্তি পাওয়া আদিত্য চোপড়ার সিনেমাটির কথা হিন্দি সিনেমার নিয়মিত দর্শকমাত্রই জানেন। মুক্তির পর ব্লকবাস্টার হিট হয় সিনেমাটি, শাহরুখ খান হয়ে ওঠেন বড় তারকা। পর্দায় শাহরুখ ও কাজলের জুটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয় ভিন্ন রকম উন্মাদনা।
কিন্তু জানেন কি, বক্স অফিসে ১০২ কোটি রুপি ব্যবসা করা সিনেমাটির প্রস্তাব প্রথম পেয়েছিলেন সালমান খান! কিন্তু প্রস্তাব পেয়েও কোনো এক কারণে ছবিটি ফিরিয়ে দেন অভিনেতা। একইভাবে সিনেমাটির প্রস্তাব পেয়েও রাজি হননি সাইফ আলী খানও।
‘কাল হো না হো’
ছবিতে দুই নায়ক। আমান আর রোহিত। একটির জন্য শুরুতে সালমানের কথা ভেবেছিলেন নির্মাতা। কিন্তু দুই নায়কের সিনেমায় অভিনয় করবেন না; তাই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। পরে আমান চরিত্রে শাহরুখ খান ও রোহিত চরিত্রে সাইফ আলী খানকে নেওয়া হয়। ছবিতে নায়িকা ছিলেন প্রীতি জিনতা।
যশ রাজ ফিল্মস প্রযোজিত নিখিল আদভানির সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে। ৩০ কোটি রুপি বাজেটের সিনেমাটি সেই সময়ে প্রায় ৯০ কোটি রুপি আয় করেছিল। সিনেমার গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পায়।
‘চাক দে! ইন্ডিয়া’
মাত্র ২০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে ১০৯ কোটি রুপি আয় করে। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিমিত আমিনের স্পোর্ট ড্রামায় শাহরুখ খানকে দেখা যায় ভারতীয় হকি হলের কোচ কবীর খানের ভূমিকায়। চরিত্রটির জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল সালমান খানের কাছে। তিনি রাজিও হয়েছিলেন। কিন্তু নির্মাতার সঙ্গে মতবিরোধের জেরে সিনেমাটি ছেড়ে দেন তিনি।
‘গজনি’
২০০৮ সালে মুক্তি পাওয়া এ আর মুরুগোদাসের সিনেমাটি মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হয়, ভিন্ন লুকে চমকে দেন আমির খান। ৬৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে ২৩২ কোটি রুপি আয় করে। এ ছবিতেও নির্মাতা শুরুতে সালমানের কথাই ভেবেছিলেন, কোনো একটা কারণে তিনি বাদ পড়েন।