বারান্দায় বুলেটপ্রুফ কাচ, সালমান বললেন...

সালমান খানএএনআই

গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে সালমান খান ঈদের মতো বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছা জানান, তা বহু বছর ধরেই বলিউডপ্রেমীদের কাছে এক আকর্ষণীয় স্থান। তবে চলতি বছরের শুরুতে ভক্তদের মধ্যে হতাশা ছড়ায়, যখন দেখা যায় এই ব্যালকনিকে ঘিরে দেওয়া হয়েছে বুলেটপ্রুফ কাচ দিয়ে। অনেকেই ধরে নিয়েছিলেন, সালমান খানের বিরুদ্ধে চলমান হুমকির কারণেই নেওয়া হয়েছে এই সুরক্ষাব্যবস্থা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছেন, ব্যালকনিতে কাচ বসানোর পেছনে ছিল এক ভিন্ন কারণ।

‘মানুষ ঘুমিয়ে থাকত ব্যালকনিতে’
বলিউড বাবলের সঙ্গে আলাপচারিতায় সালমান খান বলেন, ‘আমি দেখতাম, কিছু মানুষ ব্যালকনিতে উঠে সেখানেই রাত কাটিয়ে দিচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল, হয়তো আমাকে একঝলক দেখা বা দেখা করার সুযোগ পাওয়া। নিরাপত্তার স্বার্থে তাই সিদ্ধান্ত নিই, ব্যালকনিটা ঢেকে ফেলার।’

সালমান খান
আইএমডিবি

তবে বাস্তবে সালমান খানের এই ব্যালকনি ঘিরে ফেলা হয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে, যখন তাঁকে ঘিরে একাধিক মৃত্যুর হুমকি আসছিল। এই হুমকির পেছনে উঠে আসে কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম।

গোলাগুলি, হুমকি আর চাঁদাবাজি: আতঙ্কের ছায়া গ্যালাক্সিতে
২০২৪ সালের এপ্রিলে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানো হয়। পরে জানা যায়, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এ ঘটনার সঙ্গে জড়িত। তাঁর ভাই অমল বিষ্ণোই এক ফেসবুক পোস্টে এ ঘটনার দায় স্বীকার করেন।
এরপর মুম্বাই ট্রাফিক পুলিশকে একটি হুমকির বার্তা পাঠানো হয়, যেখানে সালমান খানের ‘ক্ষমার’ বিনিময়ে দাবি করা হয় পাঁচ কোটি টাকা। বার্তায় উল্লেখ ছিল, টাকা না দিলে সালমান খানের পরিণতি হবে ‘বাবা সিদ্দিকির থেকেও ভয়ংকর’, যাঁকে ১২ অক্টোবর ২০২৪–এ গুলি করে হত্যা করা হয়েছিল।

সুরক্ষা জোরদার, বুলেটপ্রুফ গাড়ি ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী
এ ঘটনার পর সালমান খানের নিরাপত্তা বহুলাংশে বাড়ানো হয়। তিনি দুবাই থেকে প্রায় দুই কোটি টাকার একটি বুলেটপ্রুফ নিসান প্যাট্রোল গাড়ি আমদানি করেন। মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ‘বিগ বস ১৮’–এর শুটিং স্পটে নেওয়া হয় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। তাঁর ব্যক্তিগত নিরাপত্তা দলের সঙ্গে যুক্ত করা হয় আরও ৮ থেকে ১০ সশস্ত্র নিরাপত্তারক্ষী। পাশাপাশি মুম্বাই পুলিশ তাঁর বাড়িতে একটি বিশেষ কমান্ড সেন্টারও গঠন করে।

আরও পড়ুন