নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া

বলিউডের অভিনেতা নওয়াজুউদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির সম্পর্ক ভালো যাচ্ছে না। চলতি বছরের শুরু থেকেই একে অন্যের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ করে যাচ্ছেন। তবে এবার যা হলো তা যেন ছাড়িয়ে গেছে আগের সবকিছুকে। নওয়াজুদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলেন আলিয়া। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের ভারসোভা থানায় মামলাটি করেন আলিয়া। তিনি এও জানান নওয়াজুউদ্দিনের বিরুদ্ধে আনা সব অভিযোগের প্রমাণ তার কাছে রয়েছে।

নওয়াজুদ্দিন সিদ্দিকি

গতকাল ইনস্টাগ্রামে এক ভিডিও প্রকাশ করেন আলিয়া। সেখানে তিনি স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করার কথা জানান। ভিডিওটিতে অশ্রুসজল চোখে আলিয়া বলেন, ‘একজন দুর্দান্ত অভিনেতা মানুষ হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার মা আমার সন্তানকে যখন অবৈধ বলেছিল, সেই সময় এই খারাপ মানুষটি চুপ করে ছিল। আমি তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছি।’

আরও পড়ুন

দ্বিতীয় সন্তানকে অস্বীকার নওয়াজের, ডিএনএ পরীক্ষার দাবি স্ত্রীর

ভিডিওতে আলিয়া আরও বলেন, ‘যে মানুষ কোনো দিন সন্তানদের দায়িত্ব নেয়নি, কীভাবে সন্তানেরা বড় হয়ে গেল জানেই না। সে এখন দায়িত্ব নিতে এসেছে সন্তানদের। আসলে ক্ষমতার জোরে ভালো বাবা হওয়ার চেষ্টা করছে, আমার সন্তানদের কেড়ে নিতে চাচ্ছে। ক্ষমতার অপব্যবহার করে এক মায়ের কোল খালি করতে চাইছে নওয়াজ।’

নওয়াজুউদ্দিন-আলিয়ার সংসারে দুই সন্তান সোরা ও ইয়ানি। কিছুদিন আগেই অভিনেতার মা দাবি করেন ইয়ানি নওয়াজ়ের সন্তান নয়। সেই সময় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবি তোলেন অভিনেতার স্ত্রী।

আরও পড়ুন

নওয়াজুদ্দিনের সঙ্গে প্রতারণা করেছেন স্ত্রী, দাবি আইনজীবীর

এর আগে আদালতে একাধিক অভিযোগ করে মামলা নওয়াজুউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন আলিয়া। যার মধ্যে একটি ছিল যৌতুকের মামলা। এই মামলাটি গতকাল আদালত খারিজ করে দেন।

আরও পড়ুন

এবার গৃহপরিচারিকা গুরুতর অভিযোগ করলেন নওয়াজুদ্দিনের বিরুদ্ধে